
দিনাজপুরের ঘোড়াঘাটে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব হরিবাসর অনুষ্ঠান পরিদর্শন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলোগাড়ী (কৈপাড়া) এলাকায় অনুষ্ঠিত হরিবাসর উৎসবে তিনি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান পরিদর্শনকালে তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা ও ঐক্যবদ্ধভাবে সমাজ গঠনের আহ্বান জানান। তিনি বলেন, “বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি মো. আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু সাইদ মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাভলু প্রমুখ।
এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফাহিম হোসেন রিজু : ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি 



















