
গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুসহ বিএনপির ৭ নেতার আবেদনের প্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, পিরোজপুর জেলাধীন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল, নীলফামারী জেলাধীন জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি তাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য মোকাররম হোসেন সুজন এবং রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. আলি সরকারকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বিএনপি গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নং যুগ্ন আহ্বায়ক রাকিবউদ্দিন সরকার পাপ্পু বলেন, ‘আমি বর্তমানে মক্কায় অবস্থান করছি। মহান রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। দলের নীতি নির্ধারণী ফোরামের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।’
এদিকে রাকিব উদ্দিন সরকার পাপ্পুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের সংবাদে গাজীপুরের টঙ্গীতে নেমে আসে আনন্দের জোয়ার। বাদ জুমা টঙ্গীর মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে বলে রাকিবউদ্দিন পাপ্পু সরকারের। সমর্থকরা জানান।
মাসুদ ভুইয়া : সিনিয়র স্টাফ রিপোর্টার 


















