
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা গ্রামে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই গ্রামের বাসিন্দা তিন সন্তানের জনক অভিযুক্ত আনারুল মিয়া (৪৫) বর্তমানে পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার ১৮ অক্টোবর বিকালে শিশুটিকে বিস্কুট খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যায়। তারপর ভয়ভীতি দেখিয়ে পাশবিক নির্যাতন(ধর্ষণ) করেন আনারুল মিয়া। শিশুটির চিৎকারে জানাজানি হলে ধর্ষণকারী নরপশু আনারুল পালিয়ে যায়। শিশুটিকে উদ্ধার করে পরিবারের সদস্যরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
ঘটনার পর থেকেই অভিযুক্ত আনারুল মিয়া আত্মগোপনে আছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। স্থানীয়রা দ্রুত দোষীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য গত ১৯ অক্টোবর রবিবার উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর পাতার পাড়া গ্রামের হলুদের ক্ষেতে ৬৫ বছরের এক বয়োবৃদ্ধ সাত সন্তানের জননী নারীকে একই গ্রামের আকবর আলীর পুত্র দুই সন্তানের জনক আইয়ুব আলী(৫০) ধর্ষণ করে। বর্তমানে তিনিও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। দুইটি ঘটনায় থানায় মামলা হয়েছে কিন্ত এখনো পলাতক রয়েছে ধর্ষকরা।
মিলন মন্ডল : গাইবান্ধা জেলা প্রতিনিধি 


















