
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ রূপরেখা ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দক্ষিণখানে স্থানীয় মুরব্বি ও জনসাধারণের সাথে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণখান থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন সবুজের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।
বৈঠকে অংশ নিয়ে স্থানীয় জনগণ এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা, তীব্র গ্যাস সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক দাবিদাওয়া তুলে ধরেন। এলাকার সাধারণ মানুষের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন বিএনপি’র নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন জনগণের উত্থাপিত দাবিগুলোর প্রতি সমর্থন জানিয়ে বলেন, “আসন্ন নির্বাচনে আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করলে এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলে আমরা একটি সমৃদ্ধ ঢাকা-১৮ আসন গড়ে তুলবো। যেখানে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। রাস্তাঘাটসহ সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।” তিনি জনগণের পাশে থাকার এবং তাঁদের মৌলিক সমস্যা সমাধানে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপি’র সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাগর, বিমানবন্দর থানা বিএনপি’র আহবায়ক মনির হোসেন ভূঁইয়া, বিমানবন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। তারা তারেক রহমান ঘোষিত ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।’

নাজমুল ইসলাম মন্ডল : 


















