
আনন্দ র্যালি ও পথসভার মধ্য দিয়ে ঝালকাঠির রাজাপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হয়েছে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাইপাস এলাকায় আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। এসময় বাইপাস মোড় থেকে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ শেষে একই স্থানে এসে পথসভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় শিল্প, বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ বিষয়ক সহ-সম্পাদক এবং ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী হুসেইন মুহাম্মদ শাহাদাত।
পথসভায় বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, ঝালকাঠি জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম সাগর, ঢাকা মহানগর উত্তর এর সহ সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রানা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো: দেলোয়ার হোসেন, রাজাপুর উপজেলার আহবায়ক নাসির উদ্দীন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ,সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনির হোসেন, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আকরাম হোসেন, রাজাপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আল আমিন সাজু প্রমুখ।
এ ছাড়াও রাজাপুর ও কাঠালিয়া ছাত্র,যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রধান অতিথি হোসাইন মোহাম্মদ শাহাদাৎ বলেন, “গণঅধিকার পরিষদ একটি আদর্শভিত্তিক রাজনৈতিক সংগঠন। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে মাঠে আছি এবং থাকবো। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে দেশ গঠনে অংশ নিতে চাই।
মিঠুন চক্রবর্তী : ঝালকাঠি প্রতিনিধি 



















