
পাবনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন বিদেশ সফর শেষে দেশে ফিরে পাবনায় পৌঁছালে তাকে বরণ করতে হাজারো নেতাকর্মী ও সমর্থক মানুষের ঢল নামে। ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে তাকে বরণ করেন তারা।
স্বাগত অনুষ্ঠানে প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, “বিদেশে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেখা করে তাদের কাছে ভোট প্রার্থনা করেছি। তারা আমাকে পেয়ে অত্যন্ত আনন্দিত। প্রবাসীরা জানিয়েছেন, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত থাকলেও এবার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারার সুযোগ পেয়ে তারা খুশি। এজন্য তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।”
তিনি আরও বলেন, “প্রবাসীরা আমাদের রেমিট্যান্স যোদ্ধা, যাদের পরিশ্রমে দেশের অর্থনীতি সচল থাকে। তাই তাদের সর্বোচ্চ সম্মান ও মর্যাদায় দেখা উচিত।”
প্রিন্সিপাল ইকবাল হোসাইনের আগমনে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়, যা পাবনা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পাবনা পৌরসভার আমির আব্দুল লতিফসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
পরিশেষে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
নিজস্ব সংবাদ : 



















