
গণতন্ত্র পুনরুদ্ধার ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ধুনট উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর ২০২৫ ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ধুনট উপজেলা শাখা’র আয়োজনে বিক্রির ৪ টায় অনুষ্ঠিত এই কর্মী সম্মেলন (২০২৫) ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
সম্মেলনটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ হাবিবুর রশিদ সন্ধান সরকার। তিনি কর্মীদেরকে শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাই কে এক কাতারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সম্মেলনটির উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। তিনি তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন এবং ছাত্রদলের কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
কর্মী সম্মেলনটিতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা ছাত্রদলের ১নং সহ-সভাপতি মোহাম্মদ মাসুদ রানা। তিনি সফলভাবে সম্মেলন আয়োজনের জন্য ধুনট উপজেলা ছাত্রদলকে ধন্যবাদ জানান এবং আগামী দিনের সাংগঠনিক সাফল্যের জন্য শুভ কামনা করেন।
সম্মেলনে ধুনট উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী হিসেবে বক্তব্য দেন জিন্নাহর রহমান রাকিব, আশিকুল কবির তালুকদার, মিশুক বাবু, সম্রাট তালুকদার, বদিউজ্জামান তমাল ও আলম। তারা সবাই ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
কর্মী সম্মেলন শুরুর আগে নেতা-কর্মীরা ‘শহীদ জিয়া অমর হোক’, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ’, ‘তারেক রহমান জিন্দাবাদ’ এবং ‘বাংলাদেশ ছাত্রদল জিন্দাবাদ’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
নেতৃবৃন্দ বলেন, ধুনট উপজেলা ছাত্রদল আগামী দিনে যেকোনো আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে এবং তারুণ্যের শক্তি দিয়ে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় কাজ করে যাবে।
ধুনট, বগুড়া প্রতিনিধি : 



















