
খাগড়াছড়ি সদর উপজেলার শান্তি নগর এলাকায় ড্রেনের পাশে কচুরিপানার থোপে পড়ে থাকা এক নবজাতক ছেলে সন্তানকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২০ অক্টোবর) রাত ১১টার দিকে স্থানীয় লোকজন নবজাতকটিকে দেখতে পেয়ে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে নবজাতকটি হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোঃ খাদেমুল ইসলাম, পিএসসি নবজাতকের চিকিৎসা ও প্রয়োজনীয় সকল দায়িত্ব গ্রহণ করেছেন। শিশুটির পরিচয় এখনো জানা যায়নি।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

মোঃ নুর নবী : মাটিরাঙা (খাগড়াছড়ি) প্রতিনিধি 



















