
সিলেটের ওসমানীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি টেনে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে দেবী দুর্গাকে অশ্রুভেজা চোখে বিদায় জানানো হয়।
দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে বিকেলে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা বিসর্জন শোভাযাত্রা বের হয়। ভক্তরা ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্যে সিঁদুর খেলা শেষে দেবীর আরাধনা সম্পন্ন করে প্রতিমা বিসর্জন দেন।
এ সময় নারীরা একে অপরকে সিঁদুর দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন, পুরুষরা পায়ে আবির দিয়ে পরস্পরকে আলিঙ্গন করেন এবং সবাই একসঙ্গে ‘শুভ বিজয়া’ জানিয়ে আগামী বছরের অপেক্ষার প্রতীক্ষা ব্যক্ত করেন। ভক্তদের অনেকেই অশ্রুভেজা চোখে দেবীর কাছে শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ প্রার্থনা করেন।
বিজয়া দশমী উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তার জোরদার ব্যবস্থা নেওয়া হয়েছিল। উপজেলা প্রশাসনও পূজামণ্ডপগুলোতে সার্বিক সহযোগিতা প্রদান করে।
এ প্রসঙ্গে ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শংকর সেন বলেন, “আজকের প্রতিটি পূজা মণ্ডপে খুব সুশৃঙ্খলভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। প্রশাসনের সার্বিক নিরাপত্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায় এবারের দুর্গাপূজা সুন্দরভাবে শেষ করতে পেরেছি। বিজয়া দশমী উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই।”