
বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার প্রধান উপদেষ্টা এবং পাবনা জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম শাহিনকে মানহানির লক্ষ্যে একটি কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে। সম্প্রতি তাঁকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন মিডিয়ায় যে সকল ভিডিও ও খবর প্রকাশিত হয়েছে, সমিতি সেগুলোর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।
দলিল লেখক সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে নুরুল আলম শাহিনকে জড়িয়ে প্রকাশিত ওই ভিডিও ও খবরগুলো সম্পূর্ণ ভুয়া, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রযুক্তিগত সহায়তা (Artificial Intelligence বা AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে।
প্রকাশিত খবরে কিছু অনলাইন মিডিয়া দাবি করেছে যে প্রতিদিন সদর সাব-রেজিস্ট্রার অফিসে ৪০০ থেকে ৫০০ দলিল সম্পাদিত হয়। সমিতির পক্ষ থেকে এই তথ্যকে সম্পূর্ণ ভুল উল্লেখ করে বলা হয়েছে, “একটি সদর সাব-রেজিস্ট্রার অফিসে প্রতিদিন সাধারণত ১০০ থেকে ২০০ দলিল রেজিস্ট্রেশন হয়ে থাকে।” ভুল তথ্য পরিবেশন করে বিভ্রান্তি ছড়ানোর তীব্র নিন্দা জানানো হয়েছে।
নুরুল আলম শাহিনের ভালো কাজে ঈর্ষান্বিত হয়ে কুচক্রী মহলটি মাঝে মাঝেই তাঁর বিরুদ্ধে ফেসবুক ও অনলাইন প্ল্যাটফর্মে ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট খবর প্রকাশ করে থাকে বলে অভিযোগ করেছে বাংলাদেশ প্রেস ক্লাব।
দলিল লেখক সমিতির সকল সদস্যবৃন্দ ও বাংলাদেশ প্রেস ক্লাব একযোগে এই মিথ্যা ও বানোয়াট ভিডিও এবং খবরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। তারা এই সব মিথ্যাচারের বিরুদ্ধে প্রশাসনের কাছে আইনি সহায়তা এবং অভিযুক্ত কুচক্রী মহলের বিরুদ্ধে সুষ্ঠু বিচার দাবি করেছে।
প্রশ্ন: পাবনা জেলা দলিল লেখক সমিতির পক্ষ থেকে প্রকাশিত ভিডিও এবং খবরের বিরুদ্ধে কি থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা জিডি দায়ের করা হয়েছে?