
ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় আব্দুল আহাদ মাদবর(৩৮) নামের এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। (২৮ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। তাকে গতকাল দুপুরে আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃত আব্দুল আহাদ মাদবর আশুলিয়ার নবীনগর কুরগাঁও এলাকার মৃত তারু মাদবরের ছেলে। তিনি গত বছর ২০২৪ এর ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। পুলিশ জানায়, আশুলিয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে ছাত্র-জনতার ওপর অমানবিক হামলা চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এঘটনায় প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতা নিহত হন, আহত হন প্রায় দুই শতাধিক। গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতন হলে পরবর্তীতে মামলা দায়ের করেন নিহত ও আহতের পরিবার। সেই মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল আহাদ মাদবর গ্রেপ্তার করা হয়েছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতের স্বজনের দায়ের করা মামলায় আব্দুল আহাদ মাদবর নামের একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি জানান অপরাধী যেই হোক তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।