
ফরিদপুরে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে আব্দুল ওহাব মোল্লা (৪২) নামে এক পাষণ্ড বাবাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত আরও নির্দেশ দিয়েছেন, আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার অর্থ ভুক্তভোগী মেয়েকে বুঝিয়ে দিতে হবে।
রোববার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে আব্দুল ওহাব মোল্লা নিজ বাড়িতে তার মেয়েকে ধর্ষণ করেন। এ ঘটনার পর মেয়েটি মাকে বিষয়টি জানালে ১৫ ফেব্রুয়ারি কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। তদন্তে উঠে আসে, মূল ঘটনার প্রায় ছয় বছর আগে থেকেই বিভিন্ন সময়ে নিজের মেয়েকে ধর্ষণ করে আসছিলেন ওই বাবা।
মামলার বিচার প্রক্রিয়ায় মোট ছয়জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। পাশাপাশি ডিএনএ পরীক্ষায়ও ধর্ষণের ঘটনা প্রমাণিত হয়। সমস্ত সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা করে আসামিকে দোষী সাব্যস্ত করেন ট্রাইব্যুনাল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, “এ রায়ে আমরা সন্তুষ্ট। দীর্ঘ ছয় বছর ধরে ভুক্তভোগী যে নির্যাতন সহ্য করেছে, অবশেষে সে ন্যায়বিচার পেয়েছে।”
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরবর্তীতে সাজা পরোয়ানা দিয়ে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।