
ঠাকুরগাঁও পীরগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবী অনলাইন সংগঠন জিয়া সাইবার ফোর্সের পীরগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে। জেলা শাখার আহবায়ক মো. সভাপতি উজ্জ্বল হোসেন, সাধারণ সম্পাদক রাইয়ান কোবির সোহাগ স্বাক্ষরিত সংগঠনের প্যাডে এ তথ্য জানানো হয়েছে। উপজেলা কমিটিতে মাহফুজুর রহমান আহবায়ক ও শরিফ হোসেন কে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা কমিটিতে যুগ্ন আহবায়ক হিসেবে আছেন কামরুজ্জামান কামু, নুর জামাল, মোশারফ হোসেন, রেজওয়ানুল ফেরদৌ, মনোয়ার হোসেন, দবির উদ্দীন কমিটির সদস্যদের আগামী ৬০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এসময় নতুন কমিটির সদস্যরা বলেন, জিয়া সাইবার ফোর্স জাতীয়তাবাদী চেতনা লালন করে। অনলাইনে জাতীয়তাবাদী শক্তিকে আরও বেগবান করতে পীরগঞ্জ উপজেলা জিয়া সাইবার ফোর্স কমিটি সদা কাজ করে যাবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন মিডিয়া শূন্য, যখন দলের বিরুদ্ধে আওয়ামী লীগের নানান অপপ্রচার, বিএনপি দলীয় খবর গণমাধ্যমে প্রকাশ করা এক রকম বন্ধ তখনই এই অন-লাইনে প্রচার-প্রচারণা শুরু করেন বিএনপি প্রেমী তথা দেশ প্রেমী কিছু তরুন তাদের উদ্যোগে তৈরি হয় জেডফোর্স । কিন্তু নানান কারনে জেড ফোর্স ঐক্য ধরে রাখতে ব্যর্থ হলে একেবারে তৃণমূল পর্যায়ে কয়েকজন কর্মী চিন্তা করে আমরা আবার নতুন করে শুরু করবো সে চিন্তা ধারা থেকে প্রথম WE REVOLT নামে একটি অন-লাইন মাধ্যম তৈরি হয়।পরবর্তীতে বিভিন্ন কর্মীদের মাধ্যমে আজকের এই জিয়া সাইবার ফোর্স ।