
মাদক-ইভটিজিং-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে দক্ষিণখান ৪৭ নং ওয়ার্ড চালাবন মৌশায়ের সর্বস্তরের বাসিন্দা ও এলাকাবাসীর মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ আগস্ট রোববার সকালে এলাকায় সর্বস্তরের জনগনকে নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, মোঃ হেলাল তালুকদার।
এতে সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা ৪৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হেলাল। এ সময় ৪৭ নং ওয়ার্ড বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মাদক ইভটিজিং কিশোর গ্যাং এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে দক্ষিনখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ হেলাল তালুকদার বলেন মাদক ইভটিজিং কিশোর গ্যাং এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে, বিএনপি’র সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এদের প্রতিহত করতে হবে, প্রশাসনকে সহযোগিতা করতে হবে।