ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
পদ্মা মেঘনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান সমাপ্ত গাইবান্ধায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী’র মৃত্যু রামগঞ্জে বিএনপির দুর্গে দ্বন্ধ সক্রিয় জামায়াতসহ বিরোধী জোট গাইবান্ধায় শিশু ধর্ষণের ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী বাগবাটীতে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মান্নান পিন্স এর সাথে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিন : তৌহিদুল আলম মামুন শাহজাদপুরে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত রামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তি আটক তাড়াশে বরই চাষে আগাম বাম্পার ফলনের আশা কৃষক এরশাদ সরদারের সিরাজগঞ্জে সম্মিলিত প্রয়াস (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) সংগঠনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী’র ৫ দিনের রিমান্ড মঞ্জুর

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় ০৯:১৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

জুলাই মাসে সংঘটিত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তার বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৮ আগস্ট, ২০২৫) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দীন আহমেদ এই আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি’র পুলিশ পরিদর্শক খান মো. এরফান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গত রোববার (১৭ আগস্ট) রাজধানীর গুলশান এলাকা থেকে নাসির উদ্দীন সাথীকে গ্রেপ্তার করা হয়েছিল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জুলাই মাসের গণআন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট দুপুরে মো. আসাদুল হক বাবু যাত্রাবাড়ী থানাধীন পাকা রাস্তায় আন্দোলনে অংশ নিয়েছিলেন। ওই সময় আসামিদের ছোড়া গুলি আসাদুলের বুকে ও ডান পাশে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় গত বছরের ৩০ আগস্ট নিহত আসাদুলের বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৫ জনকে এজাহারনামীয় আসামি করা হয়। এই মামলার এজাহারে নাসির উদ্দীন সাথীকে ২২ নম্বর এবং তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

মাইটিভির চেয়ারম্যানের এই রিমান্ড মঞ্জুরের ঘটনাটি জনমনে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে, বিশেষ করে যেহেতু এটি একটি বহুল আলোচিত আন্দোলনের সঙ্গে সম্পর্কিত এবং মামলার আসামিদের তালিকায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন। তদন্তকারীরা আশা করছেন, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ড এবং এর সঙ্গে জড়িতদের বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে। সিআইডি এই মামলার তদন্তভার হাতে নেওয়ার পর থেকে বিভিন্ন দিক খতিয়ে দেখছে এবং রিমান্ডে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

পদ্মা মেঘনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান সমাপ্ত

মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী’র ৫ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময় ০৯:১৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

জুলাই মাসে সংঘটিত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তার বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৮ আগস্ট, ২০২৫) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দীন আহমেদ এই আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি’র পুলিশ পরিদর্শক খান মো. এরফান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গত রোববার (১৭ আগস্ট) রাজধানীর গুলশান এলাকা থেকে নাসির উদ্দীন সাথীকে গ্রেপ্তার করা হয়েছিল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জুলাই মাসের গণআন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট দুপুরে মো. আসাদুল হক বাবু যাত্রাবাড়ী থানাধীন পাকা রাস্তায় আন্দোলনে অংশ নিয়েছিলেন। ওই সময় আসামিদের ছোড়া গুলি আসাদুলের বুকে ও ডান পাশে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় গত বছরের ৩০ আগস্ট নিহত আসাদুলের বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৫ জনকে এজাহারনামীয় আসামি করা হয়। এই মামলার এজাহারে নাসির উদ্দীন সাথীকে ২২ নম্বর এবং তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

মাইটিভির চেয়ারম্যানের এই রিমান্ড মঞ্জুরের ঘটনাটি জনমনে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে, বিশেষ করে যেহেতু এটি একটি বহুল আলোচিত আন্দোলনের সঙ্গে সম্পর্কিত এবং মামলার আসামিদের তালিকায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন। তদন্তকারীরা আশা করছেন, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ড এবং এর সঙ্গে জড়িতদের বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে। সিআইডি এই মামলার তদন্তভার হাতে নেওয়ার পর থেকে বিভিন্ন দিক খতিয়ে দেখছে এবং রিমান্ডে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।