
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর এবং সিলেট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, “বৃটেনে থেকেও দেশের অসহায় মানুষের কথা ভাবেন প্রবাসীরা।” তিনি ‘সিডস অব সাদাকাহ’-এর বাস্তবায়নে কমিউনিটি মেগা প্রজেক্টের আওতায় ৩টি গভীর নলকূপ স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন।
গতকাল, ২৫ জুলাই শুক্রবার বিকেলে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল ও মুজরাই পাড়ায় ‘সিডস অব সাদাকাহ’-এর মেগা প্রজেক্টের এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল হান্নান বলেন, “প্রবাসীদের প্রতিষ্ঠিত সিডস অব সাদাকাহ আমাদের এই অজপাড়াগাঁয়ে মেগা প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে মানবতার সেবায় যেভাবে এগিয়ে এসেছে, আল্লাহ তায়ালা তাদের সেই এগিয়ে আসাটাকে বারাকাহ দান করুন।”
অধ্যাপক আব্দুল হান্নান আরও বলেন, “আমরা যারা সমাজের জন্য কাজ করি এবং যাদেরকে আল্লাহ তায়ালা ভালো অবস্থা দিয়েছেন, তারাও যেন সিডস অব সাদাকাহর মতো সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সেবায় কাজ করেন।” তিনি emphasize করেন, “নিজের জন্য না ভেবে আমরা সবাই মানুষের জন্য ভাবি, একে অন্যকে সহযোগিতা করি। পাশাপাশি মানুষের বিশুদ্ধ পানির ব্যবস্থা, রাস্তাঘাটের দুরবস্থা যদি সরকার দ্রুত নিরসন করতে পারে, তখন দেশের মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন আমতৈল এলাকার এমাদ উদ্দিন (মোতাওয়াল্লি), মাস্টার মনোহর আলী, মাওলানা আছহাব উদ্দিন, মোঃ সালেহ আহমদ, মাস্টার রেনু মিয়া, মাওলানা মতিউর রহমান, হাফিজ ইদ্রিস আলী, ক্বারী মোজাহিদ আহমদ, তাজুল ইসলাম, তানবির আহমদ, মোঃ কফিল উদ্দিন, আতাউর রহমান, শরফ উদ্দিন, আমিরুর হক, মকন মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।