
ভাল পুলিশিং ও দক্ষ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম। একই অনুষ্ঠানে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল জলিল।
সোমবার (২৩ জুন) মানিকগঞ্জ জেলা পুলিশের হলরুমে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেন পুলিশ সুপার মোছা: ইয়াসমিন খাতুন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন থানার ওসি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরস্কারপ্রাপ্তির পর ওসি তৌফিক আজম বলেন, “এই অর্জন আমার একার নয়। পুলিশ সুপার মহোদয়, সিনিয়র অফিসারবৃন্দ, থানার সকল কর্মকর্তা ও ফোর্সদের আন্তরিক সহযোগিতার ফলেই এটি সম্ভব হয়েছে। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
সিঙ্গাইর থানার দুই পুলিশ সদস্যের এমন সম্মানজনক স্বীকৃতিতে থানায় আনন্দ-উৎসবের আবহ বিরাজ করছে। স্থানীয়ভাবে এই অর্জনকে থানার সম্মান ও গর্ব হিসেবে দেখা হচ্ছে।