
ফরিদপুর, ১৩ জুন ২০২৫ – ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের তেলী সালথা এলাকায় এক প্রবাসীর স্ত্রী নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। মালয়েশিয়া প্রবাসী স্বামী আবুল খায়ের (৩০) এই অভিযোগ করেছেন।
ঘটনার বিবরণ
ঘটনাটি ঘটেছে গত বুধবার, ১১ জুন রাতে। প্রবাসী স্বামী আবুল খায়ের টেলিফোনে সাংবাদিকদের জানান, তার স্ত্রী সুবর্ণা আক্তার (৩০) দুই সন্তানকে রেখে কোনো সন্ধান না দিয়ে চলে গেছেন। তিনি অভিযোগ করেন, সুবর্ণা পালানোর সময় ঘরের সাববক্সে রাখা নগদ ৩ লক্ষ টাকা এবং ছোট ছেলে আবুল বাশারের স্ত্রীর ১১ আনা ওজনের স্বর্ণালঙ্কার সঙ্গে নিয়ে গেছেন। এই ঘটনায় পরিবারটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, বিশেষ করে দুই শিশুসন্তান সারাদিন মায়ের জন্য কান্নাকাটি করছে।
বিয়ের প্রায় ১৩ বছর আগে গট্টি গ্রামের জিলা শেখের মেয়ে সুবর্ণা আক্তারের সঙ্গে আবুল খায়েরের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর আবুল খায়ের মালয়েশিয়ায় চলে যান এবং মাঝেমধ্যে দেশে ফিরতেন।
অভিযোগ ও তদন্ত
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসীর অনুপস্থিতিতে পাশের বাড়ির মাহাবুর লস্কার (৩০), পিতা বজলু লস্কারের সঙ্গে সুবর্ণা আক্তারের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। সম্প্রতি তিনি ওই যুবকের সঙ্গেই পালিয়ে গেছেন বলে অভিযোগ করা হচ্ছে।
এ বিষয়ে প্রবাসীর মা মোসাঃ লাইলী বেগম সালথা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, তারা একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।