ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন ওসমানী বিমানবন্দরে বিএনপি নেতা মিছবাহ উদ্দিনকে সংবর্ধনা ফ্রান্সে জাতীয়তাবাদী ঐক্য ফোরাম, বিশ্বনাথ উপজেলা শাখার কমিটি গঠন : সভাপতি – ফারুক, সম্পাদক- ইরশাদ উত্তরায় এবি পার্টির কর্মশালা: ‘জনগণের রাজনীতিই আমাদের মূল লক্ষ্য’ – মজিবর রহমান মনজু বৃষ্টিতে ঢাকা শহরের জলাবদ্ধতা: জনজীবনের কষ্ট ও দুর্ভোগ যুবদল নেতার উপর হামলায় বটিয়াঘাটা উপজেলা যুবদলের বিবৃতি কেওক্রাডং উন্মুক্ত: বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ঢল গাজীপুরে শিশু ধর্ষণের দায়ে পূজা মন্ডপের সহ-সভাপতি গ্রেফতার কক্সবাজার সমুদ্র সৈকতে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন বগুড়া ধুনটে ইউএনও ও ওসির সাথে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

গ্রিসে ১৩ ঘণ্টা কর্মদিবস পরিকল্পনার বিরুদ্ধে সাধারণ ধর্মঘট

ছবিঃ সংগৃহীত

গ্রিসের রক্ষণশীল সরকারের ১৩ ঘণ্টা কর্মদিবস চালু করার পরিকল্পনার বিরুদ্ধে বুধবার ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এতে দেশটি স্থবির হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এই ধর্মঘটের কারণে এথেন্সে পরিবহন, ট্রেন ও ফেরি পরিষেবা ব্যাহত হবে। ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শিক্ষক, হাসপাতাল কর্মী ও সরকারি কর্মচারীরাও এই আন্দোলনে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের রক্ষণশীল সরকারের প্রস্তাবিত সংস্কারের বিরোধিতা করার জন্য সারা দেশে বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে।

প্রধান বেসরকারি খাতের ইউনিয়ন (জিএসইই) জানিয়েছে, এই সংস্কার শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে বিপন্ন করবে এবং পেশাদার ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য নষ্ট করে দেবে।

জিএসইই পাবলিক সেক্টর ইউনিয়ন (এডিইডিওয়াই)’র সঙ্গে এই ধর্মঘটে নেতৃত্ব দিচ্ছে।

কমিউনিস্টপন্থী ইউনিয়ন (পিএএমই) শ্রমিকদের জন্য ‘আধুনিক দাসত্ব’ চালু করার এবং শ্রমিকদের জন্য ‘অমানবিক সময় ও অত্যন্ত নিম্ন মজুরি’তে কাজ করতে বাধ্য করার জন্য সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছে।

গ্রিসের অর্থনীতি সংস্কার সংক্রান্ত বিল উদ্ভূত ব্যতিক্রমী পরিস্থিতিতে কর্মীদের একই নিয়োগকর্তার জন্য দিনে অতিরিক্ত ১৩ ঘন্টা কাজ করার অনুমোদন দিয়েছে।

যদিও বিলটি এখনও সংসদে জমা দেওয়া হয়নি।

গ্রিসে ঋণ সংকটের পর অর্থনীতি পুনরুদ্ধার হয়েছে। কিন্তু তা টেকসই হয়নি, ভঙ্গুরই রয়ে গেছে।

২০১৯ সাল থেকে ক্ষমতায় থাকা মিৎসোটাকিস বলেছেন, অনেক তরুণের বর্তমানে দুটি চাকরি রয়েছে এবং তারা আরও বেশি উপার্জনের জন্য আরও বেশি কাজ করতে চায়।

প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা নিয়োগকর্তা ও কর্মচারী উভয়ের জন্য পছন্দের স্বাধীনতার নিশ্চয়তা দিচ্ছি।’

তিনি প্রশ্ন তোলেন, কেন এটি অসামাজিক হবে?

শ্রমমন্ত্রী নিকি কেরামেউস জোর দিয়ে বলেছেন, এই পদক্ষেপটি ‘ব্যতিক্রমী’ এবং কোনওভাবেই এর সাধারণীকরণ করা হবে না।

তিনি এই সপ্তাহে মেগা টিভিকে বলেন, ‘এটি একটি বিধান, যা বছরে ৩৭ দিন পর্যন্ত বৈধ এবং শুধুমাত্র কর্মচারীর সম্মতি ও ৪০ শতাংশ বর্ধিত বেতনের সঙ্গেই এটিকে প্রয়োগ করা যাবে।’

বেকারত্ব হ্রাস ও টেকসই প্রবৃদ্ধি সত্ত্বেও জীবনযাত্রার উচ্চ ব্যয়ের বিপরীতে কম মজুরি অর্থনীতির একটি প্রধান উদ্বেগ।

যদিও গ্রিসে ন্যূনতম মজুরি বাড়ানো হয়েছে, যা প্রতি মাসে ৮৮০ ইউরো।

সংসদ এখনও খসড়া আইনটির আলোচনা তাদের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করেনি। ইউরোস্ট্যাটের মতে, গ্রীকরা গড়ে সপ্তাহে ৩৯.৮ ঘন্টা কাজ করে, যেখানে ইইউর গড় কর্মসময় ৩৫.৮ ঘন্টা।

পর্যটন খাতে ব্যস্ত মৌসুমে পরিবেশক ও রাঁধুনিরা দীর্ঘ দিন কাজ করে। কখনও কখনও কোনও সাপ্তাহিক বিশ্রাম ছাড়াই তাদেরকে কাজ করতে হয়।

গ্রীসের আইনে কর্মদিবস আট ঘন্টা। দেশটিতে বেতনসহ ওভারটাইম করার ব্যবস্থা রয়েছে।

সূত্রঃ বাসস

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

গ্রিসে ১৩ ঘণ্টা কর্মদিবস পরিকল্পনার বিরুদ্ধে সাধারণ ধর্মঘট

আপডেট সময় ১১:১৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

গ্রিসের রক্ষণশীল সরকারের ১৩ ঘণ্টা কর্মদিবস চালু করার পরিকল্পনার বিরুদ্ধে বুধবার ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এতে দেশটি স্থবির হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এই ধর্মঘটের কারণে এথেন্সে পরিবহন, ট্রেন ও ফেরি পরিষেবা ব্যাহত হবে। ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শিক্ষক, হাসপাতাল কর্মী ও সরকারি কর্মচারীরাও এই আন্দোলনে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের রক্ষণশীল সরকারের প্রস্তাবিত সংস্কারের বিরোধিতা করার জন্য সারা দেশে বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে।

প্রধান বেসরকারি খাতের ইউনিয়ন (জিএসইই) জানিয়েছে, এই সংস্কার শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে বিপন্ন করবে এবং পেশাদার ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য নষ্ট করে দেবে।

জিএসইই পাবলিক সেক্টর ইউনিয়ন (এডিইডিওয়াই)’র সঙ্গে এই ধর্মঘটে নেতৃত্ব দিচ্ছে।

কমিউনিস্টপন্থী ইউনিয়ন (পিএএমই) শ্রমিকদের জন্য ‘আধুনিক দাসত্ব’ চালু করার এবং শ্রমিকদের জন্য ‘অমানবিক সময় ও অত্যন্ত নিম্ন মজুরি’তে কাজ করতে বাধ্য করার জন্য সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছে।

গ্রিসের অর্থনীতি সংস্কার সংক্রান্ত বিল উদ্ভূত ব্যতিক্রমী পরিস্থিতিতে কর্মীদের একই নিয়োগকর্তার জন্য দিনে অতিরিক্ত ১৩ ঘন্টা কাজ করার অনুমোদন দিয়েছে।

যদিও বিলটি এখনও সংসদে জমা দেওয়া হয়নি।

গ্রিসে ঋণ সংকটের পর অর্থনীতি পুনরুদ্ধার হয়েছে। কিন্তু তা টেকসই হয়নি, ভঙ্গুরই রয়ে গেছে।

২০১৯ সাল থেকে ক্ষমতায় থাকা মিৎসোটাকিস বলেছেন, অনেক তরুণের বর্তমানে দুটি চাকরি রয়েছে এবং তারা আরও বেশি উপার্জনের জন্য আরও বেশি কাজ করতে চায়।

প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা নিয়োগকর্তা ও কর্মচারী উভয়ের জন্য পছন্দের স্বাধীনতার নিশ্চয়তা দিচ্ছি।’

তিনি প্রশ্ন তোলেন, কেন এটি অসামাজিক হবে?

শ্রমমন্ত্রী নিকি কেরামেউস জোর দিয়ে বলেছেন, এই পদক্ষেপটি ‘ব্যতিক্রমী’ এবং কোনওভাবেই এর সাধারণীকরণ করা হবে না।

তিনি এই সপ্তাহে মেগা টিভিকে বলেন, ‘এটি একটি বিধান, যা বছরে ৩৭ দিন পর্যন্ত বৈধ এবং শুধুমাত্র কর্মচারীর সম্মতি ও ৪০ শতাংশ বর্ধিত বেতনের সঙ্গেই এটিকে প্রয়োগ করা যাবে।’

বেকারত্ব হ্রাস ও টেকসই প্রবৃদ্ধি সত্ত্বেও জীবনযাত্রার উচ্চ ব্যয়ের বিপরীতে কম মজুরি অর্থনীতির একটি প্রধান উদ্বেগ।

যদিও গ্রিসে ন্যূনতম মজুরি বাড়ানো হয়েছে, যা প্রতি মাসে ৮৮০ ইউরো।

সংসদ এখনও খসড়া আইনটির আলোচনা তাদের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করেনি। ইউরোস্ট্যাটের মতে, গ্রীকরা গড়ে সপ্তাহে ৩৯.৮ ঘন্টা কাজ করে, যেখানে ইইউর গড় কর্মসময় ৩৫.৮ ঘন্টা।

পর্যটন খাতে ব্যস্ত মৌসুমে পরিবেশক ও রাঁধুনিরা দীর্ঘ দিন কাজ করে। কখনও কখনও কোনও সাপ্তাহিক বিশ্রাম ছাড়াই তাদেরকে কাজ করতে হয়।

গ্রীসের আইনে কর্মদিবস আট ঘন্টা। দেশটিতে বেতনসহ ওভারটাইম করার ব্যবস্থা রয়েছে।

সূত্রঃ বাসস