
বগুড়ার ধুনট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার শ্রেষ্ঠ উপজেলা রফিকুল আলমকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ধুনট উপজেলা শাখার উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়।এলাকার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও অগ্রগতি নিয়ে করতোয়ায় প্রতিবেদন প্রকাশ করে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
ধুনট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষক সমিতি ধুনট উপজেলা শাখার সভাপতি জয়নুল আবেদীন, সাধরণ সম্পাদক ছানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মান্নাউল আলম, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, সাহিত্য সম্পাদক মামুনর রশিদ, ভান্ডারবাড়ি ইউনিয়ন সভাপতি রায়হান কবির, গোসাইবাড়ি ইউনিয়ন সাধারণ সম্পাদক রেজাউল করিম, সংবর্ধিত সাংবাদিক রফিকুল আলম, ধুনট প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবন, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম ও সদস্য বাবুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিক রফিকুল আলমকে সাহসী, নিরপেক্ষ ও অনুসন্ধানমূলক সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, রফিক একজন নিষ্ঠাবান ও নির্ভীক সাংবাদিক, যিনি দেশ ও মানুষের কল্যাণে কলম চালিয়ে যাচ্ছেন। তার প্রতিবেদন দেশের গণমাধ্যম জগতে একটি শক্তিশালী প্রভাব ফেলেছে।
অনুষ্ঠান শেষে রফিকুল আলম সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের ভালোবাসা আমাকে দায়িত্বশীল ও নির্ভীকভাবে সাংবাদিকতা করতে অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, দৈনিক করতোয়ায় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও অগ্রগতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে অনন্য ভূমিকা রাখায় পত্রিকা কর্তৃপক্ষ তাকে এ পুরস্কারে ভূষিত করেছে। পত্রিকার ৫০ বছরে পর্দাপন উপলক্ষে ২১ সেপ্টেম্বর সাংবাদিকদের মিলন মেলায় তাকে আনুষ্ঠানিক ভাবে শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধির সম্মাননা স্মারক প্রদান করা হয়।