দেশের বিচারিক কার্যক্রমের নীতি-নির্ধারণী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
শনিবার (১ নভেম্বর) সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ সভা।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, আসন্ন ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতির পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখযোগ্যভাবে, ফুলকোর্ট সভা বিচার বিভাগের একটি নীতিগত ও পরামর্শমূলক আলোচনামঞ্চ হিসেবে কাজ করে, যেখানে বিচারপতিরা সম্মিলিতভাবে প্রশাসনিক ও সাংগঠনিক সিদ্ধান্তে মত দেন, যা বিচার বিভাগের কার্যক্রম পরিচালনায় দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হয়।
নিজস্ব প্রতিবেদক : 

























