ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
নাশকতার সন্দেহে অভিযান : সাবেক শিক্ষামন্ত্রী মহিবুলের চট্টগ্রাম বাসভবনে পুলিশ, আটক ৭ ঈশ্বরদীতে গোল্ডেন এ প্লাস পাওয়া শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করলেন – হাবিবুর রহমান হাবিব গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে বোতল বোমা নিক্ষেপ ধামইরহাটে ইটভাটা বন্ধের প্রতিবাদে মালিক-শ্রমিকদের মানববন্ধন হাটহাজারীতে মডেল মসজিদের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন টেকনাফে অপহৃত কলেজছাত্র হাসান শরীফকে উদ্ধার করেছে র‌্যাব-১৫ দেবীগঞ্জে ৮ হাজার ৬০০ কেজি চায়ের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ চা কারখানার বিরুদ্ধে হাটহাজারীতে দুই দিনে তিন লাশ, মেলেনি পরিচয় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে এনসিপির মনোনয়ন কিনলেন তরুণ নেতা রাশেদুজ্জামান রাশেদ খুলনায় ইনভাইট পিস স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক উৎসব, পুরস্কার বিতরণী ও প্যারেন্টিং মিটিং অনুষ্ঠিত

ওসমানীনগরে বাস–প্রাইভেটকার সংঘর্ষে বাবা–মেয়েসহ নিহত ২, আহত ৪

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাবা–সন্তানসহ দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের দয়ামীর বাজার এলাকার নোমান ফার্নিচার অ্যান্ড স’মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী একটি প্রাইভেটকার (রেজি: ঢাকা মেট্রো–গ–১২–৪৮৫৫) ও হবিগঞ্জগামী ‘হবিগঞ্জ এক্সপ্রেস’ বিরতিহীন যাত্রীবাহী বাস (রেজি: ঢাকা মেট্রো–ব–১৪–৪৬৪৭) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে–মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা দুই যাত্রী নিহত হন এবং আরও চারজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন—
১. মো. হারুন মিয়া (৩২), পিতা মো. শফিক মিয়া
২. আনিসা (৮), পিতা মো. হারুন মিয়া
দু’জনের বাড়িই ওসমানীনগর উপজেলার মজিদপুর গ্রামে।

আহতরা হলেন—
মুন্নী (২৩), রহিমা (২৬), পান্না (৩০) — সবার পিতা মো. শফিক মিয়া, সাং মজিদপুর, ওসমানীনগর, সিলেট;
এবং বেলাল আহমেদ মুকিত (৩৭), পিতা নাসির আলী, সাং ইনাতগঞ্জ, জগন্নাথপুর, সুনামগঞ্জ।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ বাস ও প্রাইভেটকার দুটি জব্দ করে।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরবর্তীতে শেরপুর হাইওয়ে পুলিশ ও ওসমানীনগর থানা পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন,
“দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা দুইজন নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। আহতদের ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। বর্তমানে সড়ক চলাচল স্বাভাবিক রয়েছে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বার্তা বিভাগ

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

নাশকতার সন্দেহে অভিযান : সাবেক শিক্ষামন্ত্রী মহিবুলের চট্টগ্রাম বাসভবনে পুলিশ, আটক ৭

ওসমানীনগরে বাস–প্রাইভেটকার সংঘর্ষে বাবা–মেয়েসহ নিহত ২, আহত ৪

আপডেট সময় ০৪:২৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাবা–সন্তানসহ দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের দয়ামীর বাজার এলাকার নোমান ফার্নিচার অ্যান্ড স’মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী একটি প্রাইভেটকার (রেজি: ঢাকা মেট্রো–গ–১২–৪৮৫৫) ও হবিগঞ্জগামী ‘হবিগঞ্জ এক্সপ্রেস’ বিরতিহীন যাত্রীবাহী বাস (রেজি: ঢাকা মেট্রো–ব–১৪–৪৬৪৭) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে–মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা দুই যাত্রী নিহত হন এবং আরও চারজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন—
১. মো. হারুন মিয়া (৩২), পিতা মো. শফিক মিয়া
২. আনিসা (৮), পিতা মো. হারুন মিয়া
দু’জনের বাড়িই ওসমানীনগর উপজেলার মজিদপুর গ্রামে।

আহতরা হলেন—
মুন্নী (২৩), রহিমা (২৬), পান্না (৩০) — সবার পিতা মো. শফিক মিয়া, সাং মজিদপুর, ওসমানীনগর, সিলেট;
এবং বেলাল আহমেদ মুকিত (৩৭), পিতা নাসির আলী, সাং ইনাতগঞ্জ, জগন্নাথপুর, সুনামগঞ্জ।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ বাস ও প্রাইভেটকার দুটি জব্দ করে।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরবর্তীতে শেরপুর হাইওয়ে পুলিশ ও ওসমানীনগর থানা পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন,
“দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা দুইজন নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। আহতদের ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। বর্তমানে সড়ক চলাচল স্বাভাবিক রয়েছে।”