
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামে এক এতিম পরিবারের পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে আপন চাচা আলী মিয়া মাতুব্বরের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিম আলগী গ্রামের মৃত সৈয়দ আলী মাতুব্বর ও মৃত আনোয়ারা বেগমের ছেলে মোঃ হাবিবুর রহমান (৩০) ও তার ভাইয়েরা বর্তমানে চরম হয়রানির শিকার হচ্ছেন।
মোঃ হাবিবুর রহমান জানান, তাদের বাবা-মা মৃত্যুবরণ করার পর থেকেই চাচা আলী মিয়া মাতুব্বর প্রতারণা ও জোরজবরদস্তির মাধ্যমে পারিবারিক সম্পত্তি দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছেন। তাদের ২২ শতক জমির মধ্যে মাত্র ১৫ শতক তারা ভোগদখলে আছেন, বাকিটুকু দখল করার চেষ্টা করছেন আলী মিয়া মাতুব্বর।
তিনি আরও বলেন, “এলাকার কিছু প্রভাবশালী ও সন্ত্রাসী লোকজনকে সঙ্গে নিয়ে চাচা আলী মিয়া মাতুব্বর মনগড়া ভাবে জমি পরিমাপ করে নিচ্ছেন। আমরা বাধা দিতে গেলে তিনি প্রাণনাশের হুমকি দেন। আমরা চার ভাই, চাকরির কারণে প্রায়ই বাইরে থাকতে হয়। এই সুযোগে চাচা বাড়িতে এসে নির্যাতন চালান এবং জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করেন। বর্তমানে আমরা ভয় ও আতঙ্কের মধ্যে আছি।”
হাবিবুর রহমানের অভিযোগ, পূর্বে তার ছোট ভাই আরিফকে আলী মিয়া মাতুব্বর ও তার লোকজন মারধর করে এলাকা থেকে তাড়িয়ে দেন। এছাড়া তাদের জমি থেকে দুটি গাছ জোরপূর্বক কেটে নেন আলী মিয়া মাতুব্বর। এ ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে ফরিদপুর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন বলেও জানা গেছে।
এ ঘটনায় এলাকাবাসীরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, “এতিম সন্তানদের ওপর এমন অবিচার মানবিকভাবে একেবারেই অগ্রহণযোগ্য।”
ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছে, যাতে তারা তাদের পৈতৃক সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন।
শেখ হাচান স্টাফ রিপোর্টার : 


















