ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
ঈশ্বরদীতে গোল্ডেন এ প্লাস পাওয়া শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করলেন – হাবিবুর রহমান হাবিব গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে বোতল বোমা নিক্ষেপ ধামইরহাটে ইটভাটা বন্ধের প্রতিবাদে মালিক-শ্রমিকদের মানববন্ধন হাটহাজারীতে মডেল মসজিদের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন টেকনাফে অপহৃত কলেজছাত্র হাসান শরীফকে উদ্ধার করেছে র‌্যাব-১৫ দেবীগঞ্জে ৮ হাজার ৬০০ কেজি চায়ের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ চা কারখানার বিরুদ্ধে হাটহাজারীতে দুই দিনে তিন লাশ, মেলেনি পরিচয় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে এনসিপির মনোনয়ন কিনলেন তরুণ নেতা রাশেদুজ্জামান রাশেদ খুলনায় ইনভাইট পিস স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক উৎসব, পুরস্কার বিতরণী ও প্যারেন্টিং মিটিং অনুষ্ঠিত বিশ্বনাথে প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের উদ্বোধন

ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই : মূল আসামি ‘ডন শরীফ’ গ্রেফতার

ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার মূল আসামি মো. শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ (৩৮) এবং তার সহযোগী মো. রায়হান মোল্লা (২৫)–কে মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে র‌্যাব–১০।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, হত্যা, মাদক, অবৈধ অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরই ধারাবাহিকতায় র‌্যাব–১০, সিপিসি–৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল ফরিদপুরের উত্তর শোভারামপুর এলাকায় সংঘটিত ওই ছিনতাইয়ের রহস্য উদঘাটনে অভিযান চালায়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর ভোরে ফরিদপুর শহরের উত্তর শোভারামপুর এলাকায় গৃহবধূ মঞ্জু রানী দাস (৩৫)-এর ওপর অস্ত্রধারী দুই ছিনতাইকারী মোটরসাইকেলে এসে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনিয়ে নেয়। ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধারণ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ২২ অক্টোবর ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয় (মামলা নং–৬৫, ধারা ৩৯২, দণ্ডবিধি ১৮৬০)।

পরবর্তীতে র‌্যাব সদস্যরা ছায়া তদন্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে আসামিদের শনাক্ত করে। ৩১ অক্টোবর ফরিদপুরের সালথা এলাকায় অভিযান চালিয়ে মূল আসামি ডন শরীফ ও তার সহযোগী রায়হান মোল্লাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত খেলনা পিস্তল, সুইচ গিয়ার, ক্ষুর, কাঁচি, পাবনা থেকে চুরিকৃত মোটরসাইকেল এবং ১.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারদের দেওয়া তথ্যমতে, ১ নভেম্বর সকালে র‌্যাব–৬ এর সহায়তায় খুলনা মহানগরীর হরিণটানা থানা এলাকা থেকে চুরিকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডন শরীফ স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে ফরিদপুর শহর ও আশপাশের এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে মহিলাদের কাছ থেকে স্বর্ণালংকার, চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে আসছিলেন। সাধারণত ভোরবেলা বা গভীর রাতে পথচারীদের টার্গেট করে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যেতেন। পাশাপাশি তারা স্থানীয়ভাবে মাদক ক্রয়–বিক্রয়ের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।

র‌্যাব জানায়, গ্রেফতার ডন শরীফের বিরুদ্ধে ডাকাতি, খুন, চুরি ও মাদকসহ মোট ১০টি মামলা রয়েছে। ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি ফরিদপুরের ঝিলটুলী এলাকায় সংঘটিত স্টাফ নার্স অরুণিমা ভৌমিক হত্যা মামলারও প্রধান আসামি ছিলেন তিনি। এছাড়া চলতি বছরের আগস্টে ইয়ামাহা আর–১৫ মোটরসাইকেল ক্রয়ের কথা বলে পাবনা থেকে এক তরুণের মোটরসাইকেল চুরি করে পালিয়ে যান শরীফ।

র‌্যাব জানিয়েছে, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিদের ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
র‌্যাব–১০ আরও জানায়, সন্ত্রাস, ছিনতাই, মাদক, অবৈধ অস্ত্র ও সংগঠিত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বার্তা বিভাগ

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

ঈশ্বরদীতে গোল্ডেন এ প্লাস পাওয়া শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করলেন – হাবিবুর রহমান হাবিব

ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই : মূল আসামি ‘ডন শরীফ’ গ্রেফতার

আপডেট সময় ০৬:৩৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার মূল আসামি মো. শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ (৩৮) এবং তার সহযোগী মো. রায়হান মোল্লা (২৫)–কে মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে র‌্যাব–১০।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, হত্যা, মাদক, অবৈধ অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরই ধারাবাহিকতায় র‌্যাব–১০, সিপিসি–৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল ফরিদপুরের উত্তর শোভারামপুর এলাকায় সংঘটিত ওই ছিনতাইয়ের রহস্য উদঘাটনে অভিযান চালায়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর ভোরে ফরিদপুর শহরের উত্তর শোভারামপুর এলাকায় গৃহবধূ মঞ্জু রানী দাস (৩৫)-এর ওপর অস্ত্রধারী দুই ছিনতাইকারী মোটরসাইকেলে এসে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনিয়ে নেয়। ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধারণ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ২২ অক্টোবর ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয় (মামলা নং–৬৫, ধারা ৩৯২, দণ্ডবিধি ১৮৬০)।

পরবর্তীতে র‌্যাব সদস্যরা ছায়া তদন্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে আসামিদের শনাক্ত করে। ৩১ অক্টোবর ফরিদপুরের সালথা এলাকায় অভিযান চালিয়ে মূল আসামি ডন শরীফ ও তার সহযোগী রায়হান মোল্লাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত খেলনা পিস্তল, সুইচ গিয়ার, ক্ষুর, কাঁচি, পাবনা থেকে চুরিকৃত মোটরসাইকেল এবং ১.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারদের দেওয়া তথ্যমতে, ১ নভেম্বর সকালে র‌্যাব–৬ এর সহায়তায় খুলনা মহানগরীর হরিণটানা থানা এলাকা থেকে চুরিকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডন শরীফ স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে ফরিদপুর শহর ও আশপাশের এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে মহিলাদের কাছ থেকে স্বর্ণালংকার, চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে আসছিলেন। সাধারণত ভোরবেলা বা গভীর রাতে পথচারীদের টার্গেট করে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যেতেন। পাশাপাশি তারা স্থানীয়ভাবে মাদক ক্রয়–বিক্রয়ের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।

র‌্যাব জানায়, গ্রেফতার ডন শরীফের বিরুদ্ধে ডাকাতি, খুন, চুরি ও মাদকসহ মোট ১০টি মামলা রয়েছে। ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি ফরিদপুরের ঝিলটুলী এলাকায় সংঘটিত স্টাফ নার্স অরুণিমা ভৌমিক হত্যা মামলারও প্রধান আসামি ছিলেন তিনি। এছাড়া চলতি বছরের আগস্টে ইয়ামাহা আর–১৫ মোটরসাইকেল ক্রয়ের কথা বলে পাবনা থেকে এক তরুণের মোটরসাইকেল চুরি করে পালিয়ে যান শরীফ।

র‌্যাব জানিয়েছে, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিদের ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
র‌্যাব–১০ আরও জানায়, সন্ত্রাস, ছিনতাই, মাদক, অবৈধ অস্ত্র ও সংগঠিত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।