
উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় ও নলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র ডাঃ আবদুচ ছালাম এমডি(কার্ডডিওলজি) ও পিএইডি (মেডিসিন) ডিগ্রি অর্জন করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানান এসএসসি’৯২ ব্যাচের বন্ধুমহল ও শুভাকাঙ্ক্ষীরা ।
বন্ধুদের সাথে একই বিদ্যালয়ের আমরা এস.এস.সি ‘৯৩ এর ছাত্ররাও অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করেন। ডাঃ আবদুচ ছালাম উখিয়া সরকারি হাসপাতাল,কক্সবাজার মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরসহ দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চাকুরী করেন।
সাক্ষাৎকালে ডাঃ আবদুচ ছালাম বলেন আমি এলাকাবাসীদের কল্যাণে কাজ করতে চাই। আমার পূর্বের বিদ্যালয়ের গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের নিজস্ব তহবিল থেকে সীমিত পরিসরে বৃত্তির ব্যবস্থা চালু করতে চাই এবং পরবর্তীতে তা পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে। এ সময় উপস্থিত সকলে ঘোষণাকৃত এ মহৎ উদ্যোগকে স্বাগত জানায় এবং কয়েকটি মাধ্যমিক স্কুলে ফ্রি চিকিৎসা ক্যাম্প চালু করার দাবী জানালে তিনি সকলকে আশ্বস্ত করেন। এসময় উপস্থিত ছিলেন মনোজ বডুয়া, আজিজুর রহমান, মকছুদ আলম, সুফিয়া বেগম, আব্দু শুক্কুর, মনজুর আলৃম, ওসমান গনি, মোস্তফা জামান চৌধুরী, আব্দুল জব্বার, বাদল বড়ুয়া, জাফর আলম প্রমুখ।
মোস্তফা জামান চৌধুরী, উখিয়া-টেকনাফ প্রতিনিধি : 


















