
লক্ষ্মীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের লালচরি আজিজিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা জামে মসজিদে শুক্রবার জুমার নামাজ আদায় করেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, পৌর যুবদলের আহ্বায়ক ফয়জ আহমেদ, ৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবুল, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস হিরণ এবং পৌর যুবদলের সদস্য মোহাম্মদ জাকিরসহ স্থানীয় নেতাকর্মীরা।
নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন,
“মসজিদ আল্লাহর ঘর। এখানে আমরা কোরআন ও রাসুলের (সা.) সুন্নাহ সম্পর্কে জানতে আসি। কিন্তু আজকাল এমন এক সময় এসেছে, যখন মসজিদ রাজনীতির মাঠে পরিণত হয়েছে। মসজিদে বসে রাজনীতি, মিছিল-মিটিং পর্যন্ত করা হয়—এটা অনুচিত।”
তিনি আরও বলেন,
“আপনি যেই দলেরই হোন না কেন, রাজনীতি করার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। দয়া করে মসজিদের ভেতরে রাজনীতি, মিছিল-মিটিং করবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি কখনো মসজিদে রাজনীতি বা মিটিং করেনি, ভবিষ্যতেও করবে না।”
লক্ষ্মীপুর প্রতিনিধি : 


















