
‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে ধারণ করে মানিকগঞ্জের সিংগাইরে (৫৪ তম) জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
১ নভেম্বর শনিবার সকাল ১১ টা সিংগাইর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বর্ণাঢ্যর্যালি র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল হাসান সোহাগ।
ধলেশ্বরী সমবায় সমিতির সদস্য মো: বাদশা মিয়া ও ক্যাপিটাল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সদস্য আবুল হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশনের সভাপতি আক্তারুজ্জামান, একতা মহিলা সমবায় সমিতির সভাপতি হোসনে আরা, যুগের আলো ঋনদান সমবায় সমিতির সভাপতি মজিবুর রহমান, বসুধা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম ও আত্রাইল বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য মো: জাকির হোসেন প্রমূখ।
এ সময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, সদস্য ও সমাজের অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় উপস্থিত
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : 


















