
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের রাঙ্গামাটির দ্বিতীয় প্রাণকেন্দ্র বাঙ্গালহালিয়া বাজারস্থ বাজারের ব্যবসায়ী ও পথচারীদের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নি-নিরাপত্তা সম্পর্কে বাঙ্গালহালিয়া বাজারের সকল দোকানি ও পথচারীদের অগ্নি সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা মূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে রাজস্থলী ফায়ার স্টেশনের সাহসী ফায়ার ফাইটার সদস্যদের নিয়ে,মহড়াটির নেতৃত্ব দেন রাজস্থলী ফায়ার স্টেশনের কর্মকর্তা জুয়েল বড়ুয়া।
এই সময়ে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী,সাধারণ সম্পাদক সুমন দে,সহ-অর্থ সম্পাদক শহীদ চৌধুরী, রাজস্থলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সুমন খান,সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথ,যুগ্ম সম্পাদক উচ্ছপ্রু মারমা সহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
জুয়েল বড়ুয়া বলেন আগুন লাগলে কীভাবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়, কীভাবে গ্যাস সিলিন্ডার বা বৈদ্যুতিক সংযোগজনিত দুর্ঘটনা প্রতিরোধ করা যায়, এবং জরুরি পরিস্থিতিতে কী করণীয় — এসব বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন।
মোঃ সুমন খান, রাজস্থলী : 



















