ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
আলীকদমে অবৈধ ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা মানিকগঞ্জের টিআরইউ’র নতুন কমিটি গঠন  গাজীপুরে ২১ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ  বগুড়ায় অকাল বৃষ্টিতে ধানচাষে বিপর্যয়: লক্ষাধিক কৃষকের বছরের স্বপ্ন ভেসে গেল “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যে গাজীপুরে বর্ণাঢ্য সমবায় দিবস উদযাপন  উখিয়ার মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় এসএসসি ‘৯২ ব্যাচ এর শুভেচ্ছা বিনিময় ও ফ্রি চিকিৎসা ক্যাম্প করার দাবী ফরিদপুরের ভাঙ্গায় এতিম পরিবারের জমি দখলে চাচার বিরুদ্ধে অভিযোগ হরিণাকুণ্ডু’র ইউএনও কে বিদায় জানালেন মুক্তিযোদ্ধারা তাড়াশে যুবদলের আহ্বায়ক এফ.এম. শাহ-আলমের উদ্যোগে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পীরগঞ্জে ৫৪ তম সমবায় দিবস পালিত 

এখনই বিয়ে নিয়ে ভাবছি না : পূজা চেরি

ঢালিউডের জনপ্রিয় তরুণ অভিনেত্রী পূজা চেরি দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন। এবার তিনি অভিনয় করছেন ‘চোরাবালি’ খ্যাত নির্মাতা রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’–এ। এই ছবিতে প্রথমবারের মতো পূজার বিপরীতে দেখা যাবে আফরান নিশোকে, আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরী।

সম্প্রতি এক আড্ডায় পূজা চেরি জানান, দীর্ঘ প্রস্তুতির পর তিনি সিনেমাটিতে যুক্ত হয়েছেন। তিনি বলেন, “এটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটি সিনেমা। কারণ এই কাজটি আমি সহজে পাইনি, অনেক কাঠখড় পুড়িয়ে তবেই নির্বাচিত হয়েছি।”

সহশিল্পী নিশো ও চঞ্চল চৌধুরীর সঙ্গে কাজ করা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পূজা বলেন, “নিশো ভাইয়ার সঙ্গে এটি আমার প্রথম কাজ। তিনি দুর্দান্ত একজন অভিনেতা, তার সঙ্গে কাজ করার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল। আর চঞ্চল ভাইয়ের সঙ্গে ছোটবেলায় কাজ করেছিলাম, আবারও একসঙ্গে হতে পেরে ভালো লাগছে।”

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন পূজা চেরি। বর্তমানে তিনি বিয়ের চিন্তা না করে পুরোপুরি ক্যারিয়ার নিয়েই ব্যস্ত থাকতে চান। তার ভাষায়, “এখনই বিয়ে নিয়ে ভাবছি না। বিয়ে মানেই জীবনের এক পর্বের সমাপ্তি। আমি এখন ক্যারিয়ার নিয়েই ভাবতে চাই। আমার মনে হয়, এখনো অনেক কাজ বাকি আছে। মাঝপথে বিয়ে করে থেমে যেতে চাই না।”

রেদওয়ান রনির ‘দম’ নির্মিত হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে। এতে উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো প্রবাসীদের টিকে থাকার গল্প তুলে ধরা হবে। সার্ভাইভাল ঘরানার এই সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে গত ২৯ অক্টোবর রাজধানীর গুলশান শুটিং ক্লাবে।

প্রথমে সৌদি আরব ও জর্ডানে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও এখন দৃশ্যায়নের প্রস্তুতি চলছে কাজাখস্তানে। নির্মাতা রেদওয়ান রনি জানিয়েছেন, আগামী ঈদুল ফিতরকে লক্ষ্য রেখে খুব শিগগিরই এর শুটিং শুরু হবে। ছবিটিতে পূজা চেরি, আফরান নিশো ও চঞ্চল চৌধুরী ছাড়াও আরও কয়েকজন জনপ্রিয় অভিনেতা অভিনয় করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বার্তা বিভাগ

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

আলীকদমে অবৈধ ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

এখনই বিয়ে নিয়ে ভাবছি না : পূজা চেরি

আপডেট সময় ০৬:৫২:২৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

ঢালিউডের জনপ্রিয় তরুণ অভিনেত্রী পূজা চেরি দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন। এবার তিনি অভিনয় করছেন ‘চোরাবালি’ খ্যাত নির্মাতা রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’–এ। এই ছবিতে প্রথমবারের মতো পূজার বিপরীতে দেখা যাবে আফরান নিশোকে, আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরী।

সম্প্রতি এক আড্ডায় পূজা চেরি জানান, দীর্ঘ প্রস্তুতির পর তিনি সিনেমাটিতে যুক্ত হয়েছেন। তিনি বলেন, “এটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটি সিনেমা। কারণ এই কাজটি আমি সহজে পাইনি, অনেক কাঠখড় পুড়িয়ে তবেই নির্বাচিত হয়েছি।”

সহশিল্পী নিশো ও চঞ্চল চৌধুরীর সঙ্গে কাজ করা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পূজা বলেন, “নিশো ভাইয়ার সঙ্গে এটি আমার প্রথম কাজ। তিনি দুর্দান্ত একজন অভিনেতা, তার সঙ্গে কাজ করার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল। আর চঞ্চল ভাইয়ের সঙ্গে ছোটবেলায় কাজ করেছিলাম, আবারও একসঙ্গে হতে পেরে ভালো লাগছে।”

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন পূজা চেরি। বর্তমানে তিনি বিয়ের চিন্তা না করে পুরোপুরি ক্যারিয়ার নিয়েই ব্যস্ত থাকতে চান। তার ভাষায়, “এখনই বিয়ে নিয়ে ভাবছি না। বিয়ে মানেই জীবনের এক পর্বের সমাপ্তি। আমি এখন ক্যারিয়ার নিয়েই ভাবতে চাই। আমার মনে হয়, এখনো অনেক কাজ বাকি আছে। মাঝপথে বিয়ে করে থেমে যেতে চাই না।”

রেদওয়ান রনির ‘দম’ নির্মিত হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে। এতে উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো প্রবাসীদের টিকে থাকার গল্প তুলে ধরা হবে। সার্ভাইভাল ঘরানার এই সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে গত ২৯ অক্টোবর রাজধানীর গুলশান শুটিং ক্লাবে।

প্রথমে সৌদি আরব ও জর্ডানে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও এখন দৃশ্যায়নের প্রস্তুতি চলছে কাজাখস্তানে। নির্মাতা রেদওয়ান রনি জানিয়েছেন, আগামী ঈদুল ফিতরকে লক্ষ্য রেখে খুব শিগগিরই এর শুটিং শুরু হবে। ছবিটিতে পূজা চেরি, আফরান নিশো ও চঞ্চল চৌধুরী ছাড়াও আরও কয়েকজন জনপ্রিয় অভিনেতা অভিনয় করবেন।