ঢাকা ০১:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
মান্দায় ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচন সম্পর্কে সর্বসাধারণের সঙ্গে মতবিনিময় সভা রামগঞ্জে বিএনপি জোটের মনোয়ন নিয়ে ধোঁয়াশা  ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সুনিল মার্ডীর তাড়াশে কোচের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে ১ জন নিহত মঠবাড়িয়ায় জামায়াতের সংসদ সদস্য প্রার্থীর বাসায় ককটেল বিস্ফোরণ বরগুনা-১ আসনে পরিবর্তনের হাওয়া : মতিউর রহমান তালুকদারকে ঘিরে নতুন আশার আলো সাতকানিয়ায় কবি আসাদ বিন হাফিজ মেধাবৃত্তি ২০২৫ অনুষ্ঠিত বলি বাজারে ভয়াবহ অ/গ্নি’কা/ণ্ডে ১১টি দোকান পু’ড়ে ছাই রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নে জমি দখলের বিরোধের জের ধরে হামলা পদ্মা মেঘনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান সমাপ্ত

বিশ্ব পরিসংখ্যান দিবস-২০২৫ উদযাপন

সবার জন্য মানসম্মত পরিসংখ্যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২০ অক্টোবর) ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসন এবং বিভাগীয় ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, উন্নয়নের সঠিক পরিকল্পনা ও নীতিনির্ধারণে নির্ভরযোগ্য ও মানসম্মত পরিসংখ্যানের বিকল্প নেই। একটি দেশের সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তথ্যই শক্তি তাই তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহার প্রক্রিয়াকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে হবে।

তিনি আরও বলেন, সঠিক ও মানসম্মত পরিসংখ্যানের মাধ্যমে আমরা শুধু উন্নয়নের অগ্রগতি নয়, জনগণের জীবনমান ও সামগ্রিক কল্যাণের চিত্রও সঠিকভাবে নিরূপণ করতে পারি। এজন্য সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়াতে হবে।

আলোচনা সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বার্তা বিভাগ

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

মান্দায় ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচন সম্পর্কে সর্বসাধারণের সঙ্গে মতবিনিময় সভা

বিশ্ব পরিসংখ্যান দিবস-২০২৫ উদযাপন

আপডেট সময় ০৮:৫২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

সবার জন্য মানসম্মত পরিসংখ্যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২০ অক্টোবর) ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসন এবং বিভাগীয় ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, উন্নয়নের সঠিক পরিকল্পনা ও নীতিনির্ধারণে নির্ভরযোগ্য ও মানসম্মত পরিসংখ্যানের বিকল্প নেই। একটি দেশের সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তথ্যই শক্তি তাই তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহার প্রক্রিয়াকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে হবে।

তিনি আরও বলেন, সঠিক ও মানসম্মত পরিসংখ্যানের মাধ্যমে আমরা শুধু উন্নয়নের অগ্রগতি নয়, জনগণের জীবনমান ও সামগ্রিক কল্যাণের চিত্রও সঠিকভাবে নিরূপণ করতে পারি। এজন্য সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়াতে হবে।

আলোচনা সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।