
ঢাকা, বাংলাদেশ – দূর দেশ আমেরিকা থেকে ভালোবাসার এক দারুণ উপহার পেয়েছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইনী সহায়তা কেন্দ্র, আসক ফাউন্ডেশন (ASOK Foundation)। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা United for Human Rights (UHR), সুদূর আমেরিকা থেকে আসক ফাউন্ডেশনকে দুই বাক্স উপহার পাঠিয়ে তাদের কর্মযজ্ঞে নতুন উদ্দীপনা ও শক্তি জুগিয়েছে।
আসক ফাউন্ডেশন UHR-এর এই মহান উদ্যোগে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষার লড়াইয়ে পাশে থাকার জন্য UHR-কে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আসক ফাউন্ডেশন কর্তৃপক্ষ বলেন, “তাদের এই আন্তরিক সহযোগিতা প্রমাণ করে, দূরত্ব যতই হোক না কেন, ভালোবাসা ও সংহতি সবসময় আমাদের একত্রিত করতে পারে।”
United for Human Rights (UHR) একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা, যা ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রে অবস্থিত। সংস্থাটি মানবাধিকার রক্ষায় বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা কার্যক্রম পরিচালনায় নিবেদিত। UHR-এর মূল লক্ষ্য হলো জাতিসংঘের Universal Declaration of Human Rights (UDHR) বাস্তবায়ন এবং এর ৩০টি মৌলিক অধিকার সম্পর্কে জনগণকে সচেতন করা। ১৯২টি দেশে তাদের কার্যক্রম বিস্তৃত এবং ১,৫০০টিরও বেশি সংস্থার সাথে তাদের অংশীদারিত্ব রয়েছে।
আসক ফাউন্ডেশন জানিয়েছে, তারা সবার সহযোগিতায় আরও নিরলসভাবে মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে। মানবতার এই মহৎ অভিযানে সাথে থাকার জন্য তারা সকলকে ধন্যবাদ জানিয়েছে এবং সম্মিলিতভাবে মানবাধিকারের জন্য লড়াই করার আহ্বান জানিয়েছে।
নববাণী ডেক্স: 
























