
রাষ্ট্রদ্রোহের একটি গুরুত্বপূর্ণ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ জন আসামিকে ‘পলাতক’ দেখিয়ে দুটি বহুল প্রচারিত দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডি।
ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে শুক্রবার (৩১ অক্টোবর, ২০২৫) এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ‘জয় বাংলা ব্রিগেডের’ এক জুম মিটিংয়ে যোগ দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়।
সিআইডি জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক আরিফুল ইসলাম ২৬১ জনকে ‘পলাতক’ ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন। মামলাটি দায়ের করা হয় গত ২৭ মার্চ। বাদী হন সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক। তিনি গত ৩০ জুলাই শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
গত ১৪ আগস্ট অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং ১১ সেপ্টেম্বর আদালত আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি রাব্বী আলমের নেতৃত্বে ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় শেখ হাসিনা নেতাকর্মীদের সামনে ‘দেশবিরোধী’ বক্তব্য দেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন। এই বক্তব্য সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
এই মামলায় মোট ২৮৬ জন আসামির মধ্যে এখন পর্যন্ত ২৫ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাকি ২৬১ জনকে ‘পলাতক’ দেখিয়ে শুক্রবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।
মামলার উল্লেখযোগ্য পলাতক আসামিদের মধ্যে রয়েছেন খুলনা, চট্টগ্রাম এবং বরিশাল ‘জয় বাংলা ব্রিগেড’-এর প্রধান ও নেতাকর্মীরা, যেমন পারভেজ খান ইমন, কবিরুল ইসলাম আকাশ, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সোহানা পারভীন রুনা, হাফিজুর রহমান ইকবাল প্রমুখ।
মোঃ হানিফ উদ-দাহার : 
























