
বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে পেলেন, নীলফামারী জলঢাকা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। গত ২৪ শে অক্টোবর বৃহস্পতিবার বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়।
জলঢাকা উপজেলার মরহুম আনারুল হক কবির চৌধুরীর পুত্র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরীকে পুনরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জলঢাকা উপজেলা শাখার বিএনপির সভাপতি হিসেবে দেখতে চান জলঢাকা উপজেলাবাসী তথা নীলফামারী ৩ আসনের সর্বস্তরের জনগণ। বিগত সময়ে জলঢাকা পৌরসভার মেয়র ছিলেন তিনি।
২০২৪ সালে পৌরসভার উপনির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে নির্বাচনে অংশ নেওয়ায় উপজেলা বিএনপির সভাপতি ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরীকে বহিষ্কার করা হয়েছিল।
সেলিম রেজা, নীলফামারী : 



















