
বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. দেলোয়ার হোসেন সুমনের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও লুটপাটের অভিযোগ এনে তাঁর অপসারণ দাবি করেছেন স্থানীয় ‘এলাকাবাসী’। বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের এক পাশে অনুষ্ঠিত এ সংক্রান্ত প্রতিবাদ সভা থেকে এই অপসারণের দাবি জানানো হয়।
রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুজ্জামান খাঁনের সভাপতিত্বে জেলা ছাত্রদল নেতা তাজুল ইসলাম সাজুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজনৈতিক ব্যক্তিত্ব বশির আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ একেএম হেকিম উদ্দিন।
আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা কাওছার আহমদ তুলাই, যুবদল নেতা ইসলাম উদ্দিন, নেফুর আলী, শ্রমিকদল নেতা সুন্দর আলী, তরুন সংগঠক আব্দুস শহিদ, ছামির আলী, স্বেচ্ছাসেবক দল নেতা রাজন খাঁন, ছাত্রনেতা শাহাব উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকার আকমল হোসেন শাহারিয়ার, কাজী মাওলানা হাবিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিলশাদ আলী, রামপাশা ওয়ার্ড বিএনপির সভাপতি রাজু মিয়া, সাধারণ সম্পাদক চমক আলী, বৈরাগী বাজার বণিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি তেরাব আলী, মুরব্বি হোসেন আলী, যুবদল নেতা সোনা মিয়া, হাফিজুর রহমান, কৃষক দল নেতা মনির মিয়া, লোকমান আহমদ, শিবির নেতা রাহেল মিয়া, ইয়ামিন আলী ও আতিক মিয়া।
সভায় বক্তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী ও ক্যাশিয়ার (ভারপ্রাপ্ত) আলী আহমদের অপসারণের দাবী জানান। পাশাপাশি, স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান নিশ্চিত করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সভায় একই দাবিতে আগামী ৬ অক্টোবর উপজেলা সদরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান এবং ৭ অক্টোবর সাংবাদিক সম্মেলনের কর্মসূচী ঘোষণা করা হয়।