ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
সারা দেশের ন্যায় মোমেনা আলী বিজ্ঞান স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে এনসিপি থেকে মনোনয়ন নিলেন ভাইরাল সেই রিকশাচালক সুজন ধুনটে ভয়াবহ অগ্নিকাণ্ড : শর্ট সার্কিটে ছয় ঘর ভস্মীভূত, নিঃস্ব তিন ভাই কালিয়াকৈরে ওয়ার্কশপে গ্যাস বিস্ফোরণ; দগ্ধ ৪, দু’জনের অবস্থা আশঙ্কাজনক জাহাজী শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি গোলাম কিবরিয়া মিয়াজীর নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ডিমলায় চলাচলের রাস্তা বন্ধ করে কয়েকটি পরিবারকে জিম্মি করার অভিযোগ; প্রতিবাদে সংবাদ সম্মেলন ভবন সংকটে থমকে গেছে ‘দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ পাঠদান কার্যক্রম সাতকানিয়ায় ছদ্মবেশে পাহাড় থেকে ডাকাত গ্রেপ্তার আওয়ামী লীগ রাজনীতি থেকে পদত্যাগ করে সরে দাঁড়ানোর ঘোষণা ৬ ইউপি সদস্যের নীলফামারীতে ট্রাকের চাপায় ২য় শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) কর্মকর্তাদের কঠোর মন্তব্যের কারণে বৈশ্বিক বাজারে ব্যাপক বিক্রি দেখা দিয়েছে, যার ফলে শুক্রবার (১৪ নভেম্বর) স্বর্ণের দামে বড় পতন হয়েছে। এই মন্তব্যের জেরে ডিসেম্বর মাসে সুদের হার কমানোর সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার স্পট গোল্ডের দাম ১.৯ শতাংশ কমে প্রতি আউন্স $৪,০৯২.৭২ ডলারে নেমে আসে—যা সেশনের শুরুতে ৩ শতাংশের বেশি হ্রাস পেয়েছিল। তবে পুরো সপ্তাহ বিবেচনায় এখনো স্বর্ণের দাম ২.৩ শতাংশ ঊর্ধ্বমুখী রয়েছে। ডিসেম্বরে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচারও ২.৪ শতাংশ কমে $৪,০৯৪.২০ ডলারে স্থির হয়।

হাই রিজ ফিউচারসের মেটাল ট্রেডিং প্রধান ডেভিড মেগার বলেন, “ডিসেম্বরে ফেড সুদ কমাবে—এই প্রত্যাশা কমে গেছে। আর এ কারণেই স্বর্ণ ও রুপার বাজারে চাপ বেড়েছে।”

বিশ্ববাজারে ফেডের সংকেত ছড়িয়ে পড়তেই শেয়ারবাজারগুলোও বড় ধসের মুখে পড়ে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি শাটডাউন বাজারে বড় ধরনের তথ্য ঘাটতি তৈরি করেছে। ফলে আগামী মাসের নীতিনির্ধারণী বৈঠকের আগে ফেড ও ট্রেডাররা কার্যত ‘ব্লাইন্ড’ অবস্থায় রয়েছে।

বিনিয়োগকারীরা আশা করছিলেন নতুন অর্থনৈতিক তথ্য দুর্বলতা দেখাবে এবং তাতে ফেডের সুদ কমানোর সুযোগ তৈরি হবে—যা স্বর্ণের জন্য সহায়ক হতো। কিন্তু সাম্প্রতিক মন্তব্যে আরও বেশি ফেড কর্মকর্তাকে সতর্ক অবস্থানে দেখা গেছে।

সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, ডিসেম্বরের বৈঠকে ২৫ বেসিস পয়েন্ট সুদ কমানোর সম্ভাবনা সপ্তাহের শুরুতে যেখানে ছিল ৫০ শতাংশ, তা নেমে এখন ৪৬ শতাংশ হয়েছে।

বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, মার্জিন কল ও লিকুইডেশনের সময় ট্রেডাররা মার্জিন বাঁচাতে সব ধরনের পজিশন বন্ধ করে দেয়। এজন্যই ঝুঁকিহীন সম্পদ হিসেবে বিবেচিত স্বর্ণও এখন কমছে।

এদিকে এশিয়ার বড় বড় বাজারে শারীরিক স্বর্ণের চাহিদা এই সপ্তাহেও দুর্বল ছিল।

অন্যান্য ধাতুর মধ্যে স্পট সিলভার ২.৮ শতাংশ কমে $৫০.৮৪ ডলার হয়েছে, তবে সাপ্তাহিক হিসেবে এটি এখনও ৫.২ শতাংশ উপরে রয়েছে। প্লাটিনাম ২.১ শতাংশ কমে $১,৫৪৭.৩০ ডলার এবং প্যালাডিয়াম ২.৮ শতাংশ কমে $১,৩৮৭.২৫ ডলার হয়েছে। এই দুটি ধাতুই সাপ্তাহিক হিসেবে এখনও ঊর্ধ্বমুখী রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বার্তা বিভাগ

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

সারা দেশের ন্যায় মোমেনা আলী বিজ্ঞান স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

আপডেট সময় ০৮:৫১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) কর্মকর্তাদের কঠোর মন্তব্যের কারণে বৈশ্বিক বাজারে ব্যাপক বিক্রি দেখা দিয়েছে, যার ফলে শুক্রবার (১৪ নভেম্বর) স্বর্ণের দামে বড় পতন হয়েছে। এই মন্তব্যের জেরে ডিসেম্বর মাসে সুদের হার কমানোর সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার স্পট গোল্ডের দাম ১.৯ শতাংশ কমে প্রতি আউন্স $৪,০৯২.৭২ ডলারে নেমে আসে—যা সেশনের শুরুতে ৩ শতাংশের বেশি হ্রাস পেয়েছিল। তবে পুরো সপ্তাহ বিবেচনায় এখনো স্বর্ণের দাম ২.৩ শতাংশ ঊর্ধ্বমুখী রয়েছে। ডিসেম্বরে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচারও ২.৪ শতাংশ কমে $৪,০৯৪.২০ ডলারে স্থির হয়।

হাই রিজ ফিউচারসের মেটাল ট্রেডিং প্রধান ডেভিড মেগার বলেন, “ডিসেম্বরে ফেড সুদ কমাবে—এই প্রত্যাশা কমে গেছে। আর এ কারণেই স্বর্ণ ও রুপার বাজারে চাপ বেড়েছে।”

বিশ্ববাজারে ফেডের সংকেত ছড়িয়ে পড়তেই শেয়ারবাজারগুলোও বড় ধসের মুখে পড়ে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি শাটডাউন বাজারে বড় ধরনের তথ্য ঘাটতি তৈরি করেছে। ফলে আগামী মাসের নীতিনির্ধারণী বৈঠকের আগে ফেড ও ট্রেডাররা কার্যত ‘ব্লাইন্ড’ অবস্থায় রয়েছে।

বিনিয়োগকারীরা আশা করছিলেন নতুন অর্থনৈতিক তথ্য দুর্বলতা দেখাবে এবং তাতে ফেডের সুদ কমানোর সুযোগ তৈরি হবে—যা স্বর্ণের জন্য সহায়ক হতো। কিন্তু সাম্প্রতিক মন্তব্যে আরও বেশি ফেড কর্মকর্তাকে সতর্ক অবস্থানে দেখা গেছে।

সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, ডিসেম্বরের বৈঠকে ২৫ বেসিস পয়েন্ট সুদ কমানোর সম্ভাবনা সপ্তাহের শুরুতে যেখানে ছিল ৫০ শতাংশ, তা নেমে এখন ৪৬ শতাংশ হয়েছে।

বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, মার্জিন কল ও লিকুইডেশনের সময় ট্রেডাররা মার্জিন বাঁচাতে সব ধরনের পজিশন বন্ধ করে দেয়। এজন্যই ঝুঁকিহীন সম্পদ হিসেবে বিবেচিত স্বর্ণও এখন কমছে।

এদিকে এশিয়ার বড় বড় বাজারে শারীরিক স্বর্ণের চাহিদা এই সপ্তাহেও দুর্বল ছিল।

অন্যান্য ধাতুর মধ্যে স্পট সিলভার ২.৮ শতাংশ কমে $৫০.৮৪ ডলার হয়েছে, তবে সাপ্তাহিক হিসেবে এটি এখনও ৫.২ শতাংশ উপরে রয়েছে। প্লাটিনাম ২.১ শতাংশ কমে $১,৫৪৭.৩০ ডলার এবং প্যালাডিয়াম ২.৮ শতাংশ কমে $১,৩৮৭.২৫ ডলার হয়েছে। এই দুটি ধাতুই সাপ্তাহিক হিসেবে এখনও ঊর্ধ্বমুখী রয়েছে।