
পঞ্চগড়ের দেবীগঞ্জে সরকারিভাবে আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে দেবীগঞ্জ এলএসডি প্রাঙ্গণে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। উদ্বোধনের পর কৃষকদের কাছ থেকে ধান কেনার মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ের সংগ্রহ প্রক্রিয়া শুরু করে উপজেলা খাদ্য বিভাগ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর জানিয়েছে, দেবীগঞ্জ উপজেলায় চলতি আমন মৌসুমে ১ হাজার ৪৭৫ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ২৫৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি সেদ্ধ চালের সরকারি ক্রয়মূল্য ধরা হয়েছে ৫০ টাকা এবং ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত বছরের তুলনায় এবার ধান-চালের সংগ্রহমূল্য বাড়ানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুদেব কুমার দাস, দেবীগঞ্জ এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তার, দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হরিশ রায় ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবীর রাজু প্রমুখ।
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : 



















