
জুলাই ছাত্র–জনতার অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে শিক্ষার্থীদের প্রতি স্যালুট জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই রিকশাচালক সুজন এবার রাজনীতির ময়দানে এসেছেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে ঢাকা-৮ আসনের জন্য দলীয় মনোনয়নপত্র হাতে নেন তিনি। যেন এক সাধারণ মানুষের অসাধারণ যাত্রার আরেকটি নতুন অধ্যায় শুরু হলো।
এছাড়া চলমান পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে মনোনয়ন নিয়েছিলেন খোকন চন্দ্র বর্মণও, যিনি জুলাই অভ্যুত্থানের দিন মারাত্মকভাবে আহত হন এবং বর্তমানে চিকিৎসার জন্য রাশিয়ায় অবস্থান করছেন।
আজই এনসিপির মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল। শেষ দিনে মনোনয়নপত্র প্রদান অনুষ্ঠানে সুজনকে ঘিরে কেন্দ্রীয় কার্যালয়ে জমজমাট পরিবেশ সৃষ্টি হয়। সেখানে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও কেন্দ্রীয় নেত্রী তাসনিম জারা।
বিশেষ প্রতিনিধি : 





















