
বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তা সম্মেলন-২০২৫ বরগুনায় অনুষ্ঠিত হয়েছে। বরগুনা মুখ্য আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে কৃষি ও ক্ষুদ্রঋণ বিতরণ বৃদ্ধি, সময়মতো ঋণ আদায়, খেলাপি ঋণ হ্রাস, নতুন গ্রাহক সংগ্রহ, নারী উদ্যোক্তাদের ঋণ সুবিধা বাড়ানো এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণ সহ নানা বিষয়ে আলোচনা হয়। এছাড়া সরকারি ভর্তুকি, প্রণোদনা ও উন্নয়ন সহায়তা প্রকল্প দ্রুততম সময়ে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক সঞ্জয় কুমার দত্ত। বরগুনা মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আকিঞ্চন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মো. আবু মাহমুদ, বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এস.এম জাকির হোসেন, এবং বরগুনা আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মো. রায়হান হোসেন রুবেল।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ভরসাস্থল। সরকার কৃষিকে অগ্রাধিকার দিচ্ছে, তাই মাঠপর্যায়ে তৃণমূল কৃষকদের সহজ শর্তে ঋণ পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন, আন্তরিকভাবে কাজ করলে খেলাপি ঋণ কমবে, ঋণ আদায় বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। বর্তমান ব্যাংকিং সেবা শুধু শাখা পর্যায়ে সীমাবদ্ধ নয়, প্রযুক্তির মাধ্যমে তা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। তাই গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করাই কর্মকর্তাদের প্রধান দায়িত্ব।
জাকিয়া সুলতানা, বরগুনা জেলা প্রতিনিধি: 

























