
বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রমিক নেতা গোলাম কিবরিয়া মিয়াজীর নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ ও শ্রমিকরা।
গত ১১-১১-২০২৫ তারিখে সাজানো একটি মিথ্যা মামলা মতলব উত্তর থানায় দায়ের করা হয়। এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও মিছিল করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কিবরিয়া মিয়াজীর নামে যে সাজানো মামলা দেওয়া হয়েছে, এর সাথে তিনি কোনোভাবে জড়িত নন। যত দ্রুত সম্ভব উক্ত মামলা প্রত্যাহার করার জন্য সকল নেতৃবৃন্দ দাবি জানান।
মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ বাল্কহেড বোর্ড মালিক শ্রমিক ঐক্য পরিষদ, চাঁদপুর জেলা।
বিশেষ প্রতিনিধি : 


















