
পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া পুরাতন ট্রাফিক মোড়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। গতকাল শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) বিকেল ৪টা ৩০ মিনিটে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় পতাকা উত্তোলন, পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়।
আলোচনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী, কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এবং পাবনা সদর (পাবনা–৫) আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
উদ্বোধনী বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক, ঈশ্বরদী–আটঘরিয়া (পাবনা–৪) আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার,বিশেষ বক্তা ছিলেন ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, আনিসুল হক বাবু,আবু ওবায়দা শেখ তুহিন, নূর মোহাম্মদ মাসুম বগা, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুন্নবী স্বপন এবং কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি মুসাব্বির হোসেন সঞ্জু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স,সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভাপতিত্ব করেন মোঃ আব্দুস সামাদ সুলভ, সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি ও সভাপতি দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান মকুল।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জিয়াউল হক সন্টু সরদার, প্রভাষক আজমল হোসেন সুজন, মোঃ আলাউদ্দিন বিশ্বাস, হাসিবুর রহমান হাক্কে মন্ডল, আজমল হোসেন ডাবলু, মাহবুবুর রহমান পলাশ, রেজাউল করিম ভিপি শাহীন, রফিকুল ইসলাম নয়ন ও জুবায়ের হোসেন বাপ্পি।
সমাবেশে বক্তারা বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে সেনা,পুলিশ ও জনতার ঐক্য গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি এনে দিয়েছিল।”
তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জাতির শান্তি, কল্যাণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষে ভোট চেয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পুরো অনুষ্ঠানস্থল ব্যানার, পোস্টার ও দলের শ্লোগানে মুখরিত ছিল। সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে সকাল থেকেই জেলা বিএনপির নানা আয়োজন অনুষ্ঠিত হয়। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সংস্কার শেষে নতুনভাবে উদ্বোধন করা হয়।
দিবসব্যাপী নানা কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করেন।
নিজস্ব সংবাদ : 


















