
গাজীপুরের কালিয়াকৈরে একটি ওয়ার্কশপে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে শামীম আহমেদ ও আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাখালিয়াচালা এলাকার মোতালেব ওয়ার্কশপে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়ার্কশপে থাকা একটি বড় গ্যাস সিলিন্ডারের নিচে ছিদ্র করার সময় হঠাৎ তীব্র গতিতে গ্যাস বের হয়। সেই গ্যাস পাশের একটি চায়ের দোকানের আগুনে লেগে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এতে ওয়ার্কশপের মালিক মোতালেব হোসেন, চা-দোকানদার আলী হোসেন, গ্রাহক সফিকুল ইসলাম এবং শামীম আহমেদ দগ্ধ হন। এ ঘটনায় দোকানের কিছু মালামাল ও সাইনবোর্ডও পুড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত দগ্ধদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাৎক্ষণিকভাবে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার উদ্দিন রায়হান বলেন, “ঘটনার বিষয়ে আমাদের কেউ অবহিত করেনি। তথ্য পেলে আমরা দ্রুত ঘটনাস্থলে যেতাম।”
নাঈম, স্টাফ রিপোর্টার : 


















