
গত কয়েক বছরে নিজের অভিনয় ও উপস্থাপনায় বেশ পরিবর্তন এনে দর্শকদের চমকে দিচ্ছেন অভিনেতা শাকিব খান। বিশেষ করে সাম্প্রতিক লুক, গেটআপ এবং নিজস্ব স্টাইলের কারণে তরুণ প্রজন্মের মাঝে তিনি আরও জনপ্রিয় হয়ে উঠেছেন।
এরই মধ্যে নতুন খবর হলো, আসন্ন একটি ছবিতে তাঁর বিপরীতে দেখা যেতে পারে পাকিস্তানের আলোচিত অভিনেত্রী হানিয়া আমিরকে। শাকিব খান নিজেই এই তথ্য জানিয়েছেন।
বর্তমানে শাকিব খান তাঁর নতুন ছবি ‘সোলজার’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের একটি ভিডিওতে শাকিব খান মজা করে মন্তব্য করেন, “তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম আমার ভবিষ্যৎ নায়িকার সঙ্গে, হানিয়ার সঙ্গে।”
পাশে থাকা একজন এ বিষয়ে জানতে চাইলে শাকিব খান স্পষ্ট করে বলেন, একটি সিনেমা নিয়ে হানিয়ার সঙ্গে আলোচনা চলছে।
শাকিব খানের এই মন্তব্য ছড়িয়ে পড়তেই ভক্তদের মাঝে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। তবে কোন ছবিতে হানিয়া আমিরকে দেখা যেতে পারে, সে ব্যাপারে শাকিব এখনও কিছু নিশ্চিত করেননি।
ভক্তরা ইতিমধ্যে ধারণা করা শুরু করেছেন—কারও মতে, ‘প্রিন্স’ ছবিতে এই জুটি দেখা যেতে পারে; আবার কেউ কেউ বলছেন, ঘোষণার অপেক্ষায় থাকা নতুন রোমান্টিক ছবিটিতেও থাকতে পারেন তিনি।
উল্লেখ্য, ‘সোলজার’ ছবির শুটিং শেষ করে শাকিব খান ডিসেম্বর থেকে ‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু করবেন। এরপর আগামী বছরের ১০ ফেব্রুয়ারি থেকে তিনি আজমান রুশো পরিচালিত আরেকটি নতুন ছবির কাজে অংশ নেবেন, যার নাম এখনও চূড়ান্ত হয়নি। এই নতুন ছবির নায়িকা হিসেবে একেবারে নতুন মুখ নেওয়ার পরিকল্পনাও চলছে বলে জানা গেছে।
নিজস্ব সংবাদ : 

























