
অনিশ্চয়তার পর ‘জন নায়াগান’ সিনেমার মুক্তির দিন চূড়ান্ত করা হয়েছে। তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের এই সিনেমা দিয়ে তার অভিনয় ক্যারিয়ারের ইতি টানার কথা। প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনস জানিয়েছে, সিনেমাটি আগামী ৯ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাবে।
সিনেমার মুক্তি নিয়ে আগে গুঞ্জন ছড়িয়েছিল, কারণ সেপ্টেম্বর মাসে বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগামের এক নির্বাচনী সমাবেশে দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত ভিড় ও তাপদাহে বিশৃঙ্খলা তৈরি হয়, ৩৯ জন নিহত এবং ১৫০-এর বেশি আহত হন। দুর্ঘটনার পর সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
‘জন নায়াগান’-এ বিজয় একজন রাজনৈতিক নেতার চরিত্রে হাজির হচ্ছেন। এর আগে সিনেমার টাইটেল ট্র্যাক ‘থালাপতি কাছেরি’ ৮ নভেম্বর প্রকাশিত হয়েছে। বিজয় রাজনৈতিক ক্যারিয়ারের জন্য অভিনয়কে বিদায় জানাচ্ছেন, তাই এটি তার শেষ সিনেমা।
ভারতীয় সিনেমা শিল্পে নতুন রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন বিজয়। তার সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমা ‘লিও’ ৬২০ কোটি রুপি আয় করেছিল। ‘জন নায়াগান’-এর মাধ্যমে এই রেকর্ড ছাড়ানোর পরিকল্পনা রয়েছে।
বিনোদন ডেস্ক : 

























