ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
ঈশ্বরদীতে গোল্ডেন এ প্লাস পাওয়া শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করলেন – হাবিবুর রহমান হাবিব গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে বোতল বোমা নিক্ষেপ ধামইরহাটে ইটভাটা বন্ধের প্রতিবাদে মালিক-শ্রমিকদের মানববন্ধন হাটহাজারীতে মডেল মসজিদের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন টেকনাফে অপহৃত কলেজছাত্র হাসান শরীফকে উদ্ধার করেছে র‌্যাব-১৫ দেবীগঞ্জে ৮ হাজার ৬০০ কেজি চায়ের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ চা কারখানার বিরুদ্ধে হাটহাজারীতে দুই দিনে তিন লাশ, মেলেনি পরিচয় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে এনসিপির মনোনয়ন কিনলেন তরুণ নেতা রাশেদুজ্জামান রাশেদ খুলনায় ইনভাইট পিস স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক উৎসব, পুরস্কার বিতরণী ও প্যারেন্টিং মিটিং অনুষ্ঠিত বিশ্বনাথে প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের উদ্বোধন

উদীয়মান তারকা মাফির ব্যস্ত সময় পার করছেন নাটক, টিভিসি ও ধারাবাহিকে

ছোটপর্দার পরিচিত মুখ মাফি, বর্তমানে একাধারে নাটক, ধারাবাহিক, মিউজিক ভিডিও ও টিভিসি নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন।

ঢাকা সাভারের এই প্রতিভাবান শিল্পী ইতিমধ্যে দর্শকের কাছে নিজস্ব অভিনয় গুণে আলাদা পরিচিতি পেয়েছেন। তাঁর অভিনীত কিছু জনপ্রিয় সিঙ্গেল নাটক হলো — ‘প্রবাসী স্বামীর ভাগ’, ‘মুচির কেন ফাঁসি’, ‘মায়ের মতো ভাবি’ এবং ‘খোদার পরে মা’ ‘প্রতিচ্ছবি’। প্রতিটি নাটকেই চরিত্রে মাফির প্রাণবন্ত উপস্থিতি দর্শকের মন ছুঁয়েছে।

অন্যদিকে, ক্রাইম প্যাট্রোল সিরিজে তিনি বিশেষভাবে প্রশংসিত হয়েছেন ‘আনিকা কেন খুনি’ পর্বে— যেখানে ‘ঐশী’ নামের এক মেয়ের বাস্তব জীবনের ঘটনার ওপর নির্মিত বায়োপিকে তিনি অভিনয় করেছেন। এছাড়া, ক্রাইম পেট্রোল এর ‘শীর্ষ সন্ত্রাসী বাবু’ পর্বেও তাঁর তীক্ষ্ণ চরিত্রায়ণ দর্শক মহলে প্রশংসিত হয়।

এছাড়া, সম্প্রতি G Series-এর একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন।

BTV-র একাধিক প্রজেক্টেও তাঁকে দেখা গেছে — একক নাটক থেকে শুরু করে ধারাবাহিক নাটকেও তিনি নিয়মিত মুখ।

বর্তমানে তিনি অভিনয় করছেন Channel 9-এর নতুন ধারাবাহিক “খেলার পুতুল”-এ, পাশাপাশি তাঁর হাতে আছে আরও কয়েকটি সিঙ্গেল নাটক — “গভীর রাতের গল্প” ও “অভাবের সংসার”।

এর বাইরে মাফি সম্প্রতি ৩-৪টি টিভিসি প্রজেক্টেও কাজ শেষ করেছেন, যা বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণায় শিগগিরই প্রচারিত হবে। নিজেকে বহুমাত্রিকভাবে গড়ে তুলতে চান এই তরুণী অভিনেত্রী। নিজের ক্যারিয়ার নিয়ে আশাবাদী মাফি বলেন, আমি ভালো কাজ দিয়ে দর্শকের ভালোবাসা পেতে চাই — কাজই হোক আমার পরিচয়।

বাংলাদেশি বিনোদন জগতে অনেক তরুণ শিল্পী আসছেন, কিন্তু মাফির মতো আন্তরিকতা, সাহস এবং অধ্যবসায় খুব কমজনের মধ্যে দেখা যায়।

তাঁর চোখে অভিনয় মানে শুধু ক্যারিয়ার নয়—একটা অনুভব, এক ধরনের জীবন্ত গল্প।

ছোটপর্দায় এই তরুণীর জয়যাত্রা কেবল শুরু হয়েছে। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে মাফির নতুন কাজ, নতুন চরিত্র আর নতুন সাফল্যের গল্পের জন্য।তিনি ভবিষ্যতে বড়পর্দায়ও কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন। তবে আপাতত লক্ষ্য, নাটক ও ওয়েবপ্ল্যাটফর্মে বহুমাত্রিক চরিত্রে নিজেকে উপস্থাপন করা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈশ্বরদীতে গোল্ডেন এ প্লাস পাওয়া শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করলেন – হাবিবুর রহমান হাবিব

উদীয়মান তারকা মাফির ব্যস্ত সময় পার করছেন নাটক, টিভিসি ও ধারাবাহিকে

আপডেট সময় ০২:২০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

ছোটপর্দার পরিচিত মুখ মাফি, বর্তমানে একাধারে নাটক, ধারাবাহিক, মিউজিক ভিডিও ও টিভিসি নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন।

ঢাকা সাভারের এই প্রতিভাবান শিল্পী ইতিমধ্যে দর্শকের কাছে নিজস্ব অভিনয় গুণে আলাদা পরিচিতি পেয়েছেন। তাঁর অভিনীত কিছু জনপ্রিয় সিঙ্গেল নাটক হলো — ‘প্রবাসী স্বামীর ভাগ’, ‘মুচির কেন ফাঁসি’, ‘মায়ের মতো ভাবি’ এবং ‘খোদার পরে মা’ ‘প্রতিচ্ছবি’। প্রতিটি নাটকেই চরিত্রে মাফির প্রাণবন্ত উপস্থিতি দর্শকের মন ছুঁয়েছে।

অন্যদিকে, ক্রাইম প্যাট্রোল সিরিজে তিনি বিশেষভাবে প্রশংসিত হয়েছেন ‘আনিকা কেন খুনি’ পর্বে— যেখানে ‘ঐশী’ নামের এক মেয়ের বাস্তব জীবনের ঘটনার ওপর নির্মিত বায়োপিকে তিনি অভিনয় করেছেন। এছাড়া, ক্রাইম পেট্রোল এর ‘শীর্ষ সন্ত্রাসী বাবু’ পর্বেও তাঁর তীক্ষ্ণ চরিত্রায়ণ দর্শক মহলে প্রশংসিত হয়।

এছাড়া, সম্প্রতি G Series-এর একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন।

BTV-র একাধিক প্রজেক্টেও তাঁকে দেখা গেছে — একক নাটক থেকে শুরু করে ধারাবাহিক নাটকেও তিনি নিয়মিত মুখ।

বর্তমানে তিনি অভিনয় করছেন Channel 9-এর নতুন ধারাবাহিক “খেলার পুতুল”-এ, পাশাপাশি তাঁর হাতে আছে আরও কয়েকটি সিঙ্গেল নাটক — “গভীর রাতের গল্প” ও “অভাবের সংসার”।

এর বাইরে মাফি সম্প্রতি ৩-৪টি টিভিসি প্রজেক্টেও কাজ শেষ করেছেন, যা বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণায় শিগগিরই প্রচারিত হবে। নিজেকে বহুমাত্রিকভাবে গড়ে তুলতে চান এই তরুণী অভিনেত্রী। নিজের ক্যারিয়ার নিয়ে আশাবাদী মাফি বলেন, আমি ভালো কাজ দিয়ে দর্শকের ভালোবাসা পেতে চাই — কাজই হোক আমার পরিচয়।

বাংলাদেশি বিনোদন জগতে অনেক তরুণ শিল্পী আসছেন, কিন্তু মাফির মতো আন্তরিকতা, সাহস এবং অধ্যবসায় খুব কমজনের মধ্যে দেখা যায়।

তাঁর চোখে অভিনয় মানে শুধু ক্যারিয়ার নয়—একটা অনুভব, এক ধরনের জীবন্ত গল্প।

ছোটপর্দায় এই তরুণীর জয়যাত্রা কেবল শুরু হয়েছে। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে মাফির নতুন কাজ, নতুন চরিত্র আর নতুন সাফল্যের গল্পের জন্য।তিনি ভবিষ্যতে বড়পর্দায়ও কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন। তবে আপাতত লক্ষ্য, নাটক ও ওয়েবপ্ল্যাটফর্মে বহুমাত্রিক চরিত্রে নিজেকে উপস্থাপন করা।