
বিরলে চাঁদার দাবিতে ভুট্টা ফসল ক্ষেতে ট্রাক্টর দিয়ে চাষ করে জমি জবরদখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ মিজানুর রহমান। রবিবার বিকেলে বিরল প্রেস ক্লাবে তিনি জানান, ০৮ নং ধর্মপুর ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ আরিফ হোসেন এবং একই ইউনিয়নের ইউপি সদস্য ও যুবদল সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম তেহেরান তার কাছে পঁচিশ থেকে আঠাশ হাজার টাকা চাঁদা দাবি করেন। সেই দাবিকৃত চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় অভিযুক্তরা তাকে ও তার পরিবারের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজসহ ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন।
মিজানুর রহমান বলেন, এই হুমকির ধারাবাহিকতায় অভিযুক্তরা চাঁদার টাকা আদায় করতে না পেরে গত রবিবার (৭ ডিসেম্বর) সকাল দশটায় হাতে লোহার রড, কোদালসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভাড়া করা ট্রাক্টর (হেরো) দিয়ে বামনগাঁও মৌজায় তার ভোগদখলীয় জমিতে অনধিকার প্রবেশ করে রোপন করা ভুট্টা ফসল ক্ষেতে হাল চাষ করে। এতে আনুমানিক আঠাশ হাজার টাকার ফসল নষ্ট হয়। অভিযুক্তরা তাকে আরও বড় ধরনের ক্ষতিসাধন ও রাস্তাঘাটে পেলে মারপিট করে লাশ গুম করার হুমকি প্রদান করে। এ ঘটনায় বিরল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন জানিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সাদেকুল ইসলাম, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : 


















