
নওগাঁর মান্দায় বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর ) বিকেলে উপজেলার ১নং ভারশোঁ ইউনিয়নের ঠাকুরমান্দা বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠানে ছোট মুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরদার এর সঞ্চালনায় ও হাফেজ মাওলানা ফখরুল ইসলাম এর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
এ সময় তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর কাছে প্রার্থনা করবো। শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ডা. ইকরামুল বারী টিপু।
দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
নওগাঁ প্রতিনিধি : 


















