
বগুড়ার ধুনট উপজেলায় বৈদ্যুতিক খুঁটির মেইন লাইনের সংযোগ থেকে সৃষ্ট স্পার্কের কারণে এক কৃষকের গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চিকাশী ইউনিয়নের বড় চাপড়া দক্ষিণপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের নাম আফিজার রহমান (৫০)। তিনি ওই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক আফিজার রহমানের বসতবাড়ির উপর দিয়েই বৈদ্যুতিক মেইন লাইন টানা হয়েছে। রবিবার বিকেলে হঠাৎ করেই ওই তার থেকে স্পার্ক সৃষ্টি হয় এবং তা দ্রুত নিচে থাকা গোয়ালঘরে ছড়িয়ে পড়ে।
গোয়ালঘরের ভেতরে রাখা খড়, বাঁশ এবং কাঠের তৈরি কাঠামো দ্রুত পুড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা দ্রুত পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে গোয়ালঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।
প্রাথমিক হিসাবে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় কৃষকের প্রায় ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ধুনট ফায়ার সার্ভিসের সাব-অফিসার মাছুদ পারভেজ জানান, খবর পেয়ে তাদের একটি দল ঘটনাস্থলে রওনা হয়েছিল। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
মোঃ গোলাম রব্বানী, ফটো সাংবাদিক, ধুনট বগুড়া : 


















