ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বছর শেষে তানজিকার ‘জোড়া সিনেমা’

  • বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় ০৯:০০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

দুই দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে কাজের সংখ্যা কম হলেও আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘মহানগর ২’ দিয়ে দারুণ আলোচনায় এসেছিলেন অভিনেত্রী তানজিকা আমিন। টিভি নাটকের গণ্ডি পেরিয়ে এটি ছিল তার জন্য এক দারুণ ওটিটি ওপেনিং।

সেই ধারাবাহিকতায় এই ডিসেম্বরে কাছাকাছি সময়ে দুটি ভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে তানজিকা অভিনীত দুটি ওয়েব ফিল্ম—‘ডিমলাইট’ ও ‘অমীমাংসিত’।

মুক্তির আগেই দুটি কনটেন্ট নিয়ে দর্শক-সমালোচকদের মধ্যে বাড়তি আগ্রহ রয়েছে। এই জোড়া মুক্তি নিয়ে উচ্ছ্বসিত তানজিকা জানান, বছরের শেষ মাসে দুটি ওয়েব ফিল্ম একসঙ্গে মুক্তি পাওয়া তার জন্য আনন্দের। তিনি বলেন, প্রতিটি চরিত্রে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন এবং দর্শক কেমন নেন সেটাই এখন দেখার বিষয়।

‘ডিমলাইট’-এ তানজিকা অভিনয় করেছেন মধ্যবিত্ত পরিবারের গৃহিণী তানিয়ার চরিত্রে, যেখানে স্বামীর ভূমিকায় আছেন মোশাররফ করিম। মিডলাইফ ক্রাইসিসের গল্পে নির্মিত এই ওয়েব ফিল্মটি ১১ ডিসেম্বর চরকিতে মুক্তি পাচ্ছে। অন্যদিকে সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফীর ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মে দুই বছর আগে অভিনয় করলেও সেন্সর জটিলতায় তা এতদিন আটকে ছিল।

অবশেষে এই ডিসেম্বরে আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে এটি। এখানে তানজিকাকে দেখা যাবে সাংবাদিকের ভূমিকায়, তার স্বামীর চরিত্রে ইমতিয়াজ বর্ষণ। এক রাতে সাংবাদিক দম্পতির খুন হওয়া এবং সেই হত্যার রহস্যই গল্পের কেন্দ্রবিন্দু। কাজটি প্রসঙ্গে তানজিকা বলেন, সাংবাদিক চরিত্রে অভিনয় খুব চ্যালেঞ্জিং ছিল। যদিও প্রচলিত আছে যে ‘অমীমাংসিত’ নির্মিত হয়েছে সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ড ঘটনার ছায়া অবলম্বনে, তবে নির্মাতা পক্ষ সেটি স্বীকার করছেন না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বছর শেষে তানজিকার ‘জোড়া সিনেমা’

আপডেট সময় ০৯:০০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

দুই দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে কাজের সংখ্যা কম হলেও আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘মহানগর ২’ দিয়ে দারুণ আলোচনায় এসেছিলেন অভিনেত্রী তানজিকা আমিন। টিভি নাটকের গণ্ডি পেরিয়ে এটি ছিল তার জন্য এক দারুণ ওটিটি ওপেনিং।

সেই ধারাবাহিকতায় এই ডিসেম্বরে কাছাকাছি সময়ে দুটি ভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে তানজিকা অভিনীত দুটি ওয়েব ফিল্ম—‘ডিমলাইট’ ও ‘অমীমাংসিত’।

মুক্তির আগেই দুটি কনটেন্ট নিয়ে দর্শক-সমালোচকদের মধ্যে বাড়তি আগ্রহ রয়েছে। এই জোড়া মুক্তি নিয়ে উচ্ছ্বসিত তানজিকা জানান, বছরের শেষ মাসে দুটি ওয়েব ফিল্ম একসঙ্গে মুক্তি পাওয়া তার জন্য আনন্দের। তিনি বলেন, প্রতিটি চরিত্রে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন এবং দর্শক কেমন নেন সেটাই এখন দেখার বিষয়।

‘ডিমলাইট’-এ তানজিকা অভিনয় করেছেন মধ্যবিত্ত পরিবারের গৃহিণী তানিয়ার চরিত্রে, যেখানে স্বামীর ভূমিকায় আছেন মোশাররফ করিম। মিডলাইফ ক্রাইসিসের গল্পে নির্মিত এই ওয়েব ফিল্মটি ১১ ডিসেম্বর চরকিতে মুক্তি পাচ্ছে। অন্যদিকে সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফীর ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মে দুই বছর আগে অভিনয় করলেও সেন্সর জটিলতায় তা এতদিন আটকে ছিল।

অবশেষে এই ডিসেম্বরে আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে এটি। এখানে তানজিকাকে দেখা যাবে সাংবাদিকের ভূমিকায়, তার স্বামীর চরিত্রে ইমতিয়াজ বর্ষণ। এক রাতে সাংবাদিক দম্পতির খুন হওয়া এবং সেই হত্যার রহস্যই গল্পের কেন্দ্রবিন্দু। কাজটি প্রসঙ্গে তানজিকা বলেন, সাংবাদিক চরিত্রে অভিনয় খুব চ্যালেঞ্জিং ছিল। যদিও প্রচলিত আছে যে ‘অমীমাংসিত’ নির্মিত হয়েছে সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ড ঘটনার ছায়া অবলম্বনে, তবে নির্মাতা পক্ষ সেটি স্বীকার করছেন না।