
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় মাগুড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-ছাত্র, বন্ধু মহল ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি আবেগঘনভাবে শৈশবের স্মৃতিচারণ করে বলেন, “আমার শৈশব এই এলাতেই কেটেছে।” তিনি জানান, তাঁর পড়াশোনার সময় বিদ্যালয়টি টিনের বেড়া দিয়ে ঘেরা ছিল এবং ছাত্রছাত্রীর সংখ্যা ছিল সামান্য। এই এলাকার প্রথম বিএড শিক্ষক আছাদ স্যারের মতো একজন অসাধারণ মানুষের কথা তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ষাট বছরে এই অঞ্চলে যে বিশাল পরিবর্তন এসেছে, বিশেষত বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি সকলের কাছে দীর্ঘায়ু না চেয়ে সুস্বাস্থ্য কামনা করে বলেন, যে কয়দিন বেঁচে আছেন, যেন ভালো থাকতে পারেন।
উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান এবং উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তনিমা জামান তন্বী। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে সভায় নীলফামারী জেলার পুলিশ সুপার এ এফ এম তারিখ হোসেন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। প্রধান শিক্ষকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে তাঁর কাছে মাগুড়া উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ, বহুতল ভবন নির্মাণ এবং ভোকেশনাল শাখা এমপিওভুক্ত করার দাবি জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। সভা শেষে তিনি তার শৈশবের স্মৃতি চারণ করতে মাগুড়া বাজার হয়ে ড. আসাদুর রহমান কলেজ পর্যন্ত পায়ে হেঁটে পরিদর্শন করেন।
আজাদ হোসেন আওলাদ মিয়া : 
























