
সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে বেগমপুর বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাদিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এম মাসুদ আহমদ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এমদাদ আহমদ।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম মানিক, সাবেক দপ্তর সম্পাদক ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শেখ শফিক উদ্দিন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলী এবং জেলা যুবদলের সহ–প্রচার সম্পাদক আব্দুল বাছিত মাবরুর। বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা জাতির সকল মানুষের কামনা। তাঁরা দৃঢ়তার সাথে উল্লেখ করেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের হৃদয়ের দাবি। আমরা আল্লাহর দরবারে দোয়া করছি—তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং আবারও দেশের মানুষের কল্যাণে নেতৃত্ব দিতে সক্ষম হন।” এছাড়া বক্তারা সবাইকে মানবিকতার জায়গা থেকে নেত্রীর সুস্থতার জন্য নিয়মিত দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য তোফায়েল আজম, সাদিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির আহমদ, ছালিক মিয়া, আফতাব উদ্দিন, আনহার মিয়া, সিরাজ মিয়া, আব্দুস শহিদ, গয়াছ আহমদ, কাজী মুজিব, লুৎফুর রহমানসহ সাদিপুর ইউনিয়ন কৃষকদল, যুবদল ও ছাত্রদলের বহু নেতাকর্মী। মাহফিলে দোয়া পরিচালনা করেন বেগমপুর জামে মসজিদের ইমাম মাওলানা মূসা আহমদ। সার্বিক সহযোগিতায় ছিলেন যুক্তরাজ্য বিএনপি নেতা মো. আব্দুর রহমান, যুক্তরাজ্য যুবদল নেতা শেখ সাইদুল হক এবং কর্মসূচির সভাপতি এস এম মাসুদ আহমদ।
সুবল চন্দ্র দাস, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি : 


















